বেসরকারি হাসপাতালের কার্নিশ থেকে ঝাঁপ দিলেন রোগী, অসহায় দমকল

শনিবারের সকালে কলকাতায় বাধলো হুলুস্থূল কান্ড ! মল্লিক বাজারের এক বেসরকারি হাসপাতালের কার্নিশে উঠে পড়েছিলেন এক রোগী। জানা গেছে ওই রোগী হাসপাতলের ৮ তলার একটি জানালা দিয়ে কার্নিশে উঠে পড়েন।

তাকে দেখা মাত্রই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। প্রায় ১ ঘন্টা ধরে প্রচেষ্টা করেও নামাতে পারেনি রোগীকে। শেষমেশ কার্নিশ থেকে ঝাঁপ দেন ওই রোগী। এইমুহূর্তে আশংকা জনক অবস্থায় রোগীটির চিকিৎসা চলছে।

জানা গেছে,সকাল সাড়ে ১১টা নাগাদ হাসপাতালের আট তলার কার্নিশে বসে পড়েন ওই রোগী। তাঁকে বোঝানোর চেষ্টা করেন হাসপাতালের কর্মীরা। দমকলকর্মীরা খাবার দিয়ে বোঝানোরও চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ রোগীর এক আত্মীয়কে হাসপাতালে আনা হয়। দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালের জানলা দিয়ে রোগীকে বোঝাতে যান তাঁর আত্মীয়। সে সময় ঝাঁপ দেওয়ার হুমকি দেন ওই রোগী। এর পরই একটা সময় কার্নিশ থেকে ঝুলতে থাকেন ওই রোগী। তার কিছু মুহূর্ত পরই হাত ফস্কে সেখান থেকে পড়ে যান তিনি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy