
রাজস্থানের দৌসা জেলায় হোলির আনন্দের মাঝে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড। ‘বুরা না মানো, হোলি হ্যায়’ বলে জোর করে রঙ মাখানোর প্রতিবাদ করায় প্রাণ হারালেন হংসরাজ নামে এক যুবক।
হংসরাজ, যিনি চাকরির প্রস্তুতির জন্য লাইব্রেরিতে পড়ছিলেন, হঠাৎ সেখানে হাজির হয় তিন যুবক—অশোক, বাবলু এবং কালুরাম। তারা জোর করে হংসরাজের গায়ে রঙ মাখানোর চেষ্টা করে। কিন্তু হংসরাজ তীব্র আপত্তি জানালে, অভিযুক্তরা তাকে নির্মমভাবে মারধর শুরু করে। বেল্ট দিয়ে আঘাত, লাথি মারা এবং শেষে গলা টিপে হত্যা করা হয় হংসরাজকে।
এই ভয়াবহ ঘটনার পর তিন অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও গ্রামবাসীরা। মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয়। গ্রামবাসীরা অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার, মৃতের পরিবারকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের সরকারি চাকরির দাবি করেন।
পুলিশের আশ্বাসের পর রাত ১টার দিকে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। তবে এই নির্মম ঘটনার পর এলাকায় এখনো আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।