
মঙ্গলবার ভগবান হনুমানের পুজোর দিন। তাঁর আশীর্বাদ পেতে এইদিন তাঁর পুজো করা উচিত। প্রচলিত বিশ্বাস অনুসারে বজরঙ্গবলীর শরণ নিলে বাঁচা যায় শনিদেবের কুপিত দৃষ্টি থেকে। গ্রহের প্রভাব থেকেও বাঁচা যায়। সব রাশির জাতক-জাতিকাই বজরঙ্গবলীর আশীর্বাদ পেয়ে থাকেন। কিন্তু কিছু বিশেষ রাশির জাতক-জাতিকারা রয়েছেন যারা ভগবান হনুমানেপ বিশেষ স্নেহধন্য হয়ে থাকেন। এই ৫ রাশির জাতকেরা কারা দেখে নিন।
মেষ রাশি
মেষ রাশির জাতকরা বজরংবলীর প্রিয় হন। প্রতি মঙ্গলবার এঁদের হনুমানের আরাধনা অবশ্যই করা উচিত। মঙ্গলবারে হনুমানের পুজো করলে এঁরা প্রচুর সুখ সাফল্য লাভ করবেন। বজরঙ্গবলীর কৃপায় কোনও বিপদ এঁদের স্পর্শ করতে পারবে না। মেষ রাশির জাতকদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। হনুমানের কৃপায় এঁরা কেরিয়ারে বড় সাফল্য লাভ করেন।
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি গ্রহ হল সূর্য। আর সূর্যকে নিজের গুরু মানেন বজরংবলী। সেই কারণে সিংহ রাশির জাতকদের উপর এঁদের বিশেষ আশীর্বাদ থাকে সব সময়। সিংহের জাতকদের প্রচুর এনার্জি থাকে। তবে অনেক সময় এঁরা নিজেদের এনার্জিকে ভুল পথে চালিত করে ফেলেন। প্রতি মঙ্গলবার বজরংবলীর পুজো করলে সিংহ রাশির জাতকরা নিজেদের এনার্জিকে সঠিক পথে চালনা করে জীবনে উন্নতি করতে পারবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল। এঁরা যথেষ্ট বুদ্ধিমান ও পরিশ্রমী হলেও মাঝে মাঝে এঁদের আচরণ আপত্তিজনক হয়ে ওঠে। তাই বৃশ্চিক রাশির জাতকদের প্রতি মঙ্গলবার বজরঙ্গবলীর পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। বৃশ্চিক রাশির প্রতি এমনিতেই কৃপা থাকে হনুমানজির। তার উপর প্রতি মঙ্গলবার হনুমানের পুজো করলে এঁদের জীবনে সৌভাগ্যের দরজা খুলে যাবে।
মকর রাশি
মকর রাশির জাতকরা হলেন হনুমানজির বিশেষ প্রিয়। মকর রাশির অধিপতি গ্রহ হল শনি আর শনি হলেন বজরংবলীর বিশেষ ভক্ত। সেই কারণে মকর রাশির জাতকদের উপর সংকটমোচন হনুমানের আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। প্রতি মঙ্গলবার আপনি উপবাস রেখে হনুমানজির পুজো করুন। দেখবেন, অল্প কিছুদিনের মধ্যেই জীবনে বড় উন্নতির স্বাদ পাবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশিরও অধিপতি গ্রহ হল শনি। সেই কারণ বজরংবলীর প্রিয় রাশির তালিকায় কুম্ভ রাশির জাতকরাও রয়েছেন। বজরংবলীর আশীর্বাদ জীবনে পূর্ণমাত্রায় লাভ করতে আপনাকে প্রতি মঙ্গলবার উপবাস রেখে হনুমানের পুজো করার পরামর্শ দেওয়া হচ্ছে। এর ফলে সব কাজেই সাফল্য লাভ করবেন। জীবনের সব সমস্যা থেকে আপনাকে আগলে রাখবেন স্বয়ং বজরঙ্গবলী।