বিশেষ: ভবিষ্যতের পৃথিবী কোন প্রাণীর দখলে থাকতে পারে, জেনেনিন কি বলছে বিজ্ঞানীরা?

পারমাণবিক বোমা থেকে শুরু করে হাল আমলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মানুষের অস্তিত্বকে মুছে ফেলতে পারে পৃথিবী থেকে। আর তাই তো কল্পকাহিনির বিভিন্ন গল্প বা সিনেমায় দেখা যায়, ভবিষ্যতের দুনিয়া হয় বানর নতুবা রোবট দখল করে নিয়েছে। কল্পকাহিনির এসব দৃশ্য ভবিষ্যতে সত্যি না–ও হতে পারে। বিজ্ঞানীদের ধারণা, ভবিষ্যতে কোনো কারণে মানবসভ্যতার অস্তিত্ব হুমকির মুখোমুখি হলে অন্য এক প্রাণীর আধিপত্য ও বিস্তার দেখা যাবে। শুনতে অবাক লাগলেও ভবিষ্যতের সেই মানবশূন্য পৃথিবীতে বিস্তার ঘটতে পারে অক্টোপাসের।

অক্টোপাস তার বুদ্ধিমত্তা ও বহুমুখী আচরণের জন্য পরিচিত। এই সামুদ্রিক প্রাণীর অভিযোজনের ক্ষমতা অনেক বিস্তৃত। ভবিষ্যতের পৃথিবীতে বেঁচে থাকতে অক্টোপাস নিজেকে পরিবর্তন করতে পারে বলে বিজ্ঞানীরা মনে করেন। জটিল স্নায়ুতন্ত্র, সমস্যা সমাধানের ক্ষমতা আর সামুদ্রিক পরিবেশে শেখা ও উদ্ভাবনের ক্ষমতা অন্য সব প্রাণী থেকে অক্টোপাস বেশ আলাদা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টিম কুলসন বলেন, অক্টোপাস অত্যন্ত বুদ্ধিমান। তাদের দক্ষতা, কৌতূহল ও একে অপরের সঙ্গে যোগাযোগ করার ক্ষমতা রয়েছে। এই দক্ষতার কারণে ভবিষ্যতে তারা পৃথিবী দখল করার জন্য ভালো অবস্থানে রয়েছে। অক্টোপাস পৃথিবীর অন্যতম বুদ্ধিমান, অভিযোজনযোগ্য ও গুরুত্বপূর্ণ প্রাণীদের মধ্যে অন্যতম। অক্টোপাস বাস্তব ও ভার্চ্যুয়াল বস্তুর মধ্যে পার্থক্য করতে পারে। ধাঁধা সমাধানের পাশাপাশি যেকোনো পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে অক্টোপাস।

সূত্র: এনডিটিভি

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy