বিয়ের আগে ঘোড়ায় সওয়ার রাজা, বন্ধুদের সঙ্গে নাচ্ছেন আনন্দে! ভিডিয়ো ভাইরাল

বিবাহপূর্ব উল্লাস আর ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর পেছনের মর্মান্তিক পরিণতি এবার সামনে এসেছে। মেঘালয়ের সোহরা গ্রামে স্বামী রাজা রঘুবংশীকে (Raja Raghuwanshi) হত্যার অভিযোগে তার স্ত্রী সোনম রঘুবংশীকে (Sonam Raghuwanshi) গ্রেফতার করা হয়েছে। গত ২ জুন মেঘালয়ের একটি গর্ত থেকে রাজা রঘুবংশীর দেহ উদ্ধারের পর থেকেই এই ঘটনা ঘিরে রহস্য দানা বাঁধছিল।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, বিয়ের আগে রাজা রঘুবংশী ঘোড়ায় চড়ে বন্ধুদের সঙ্গে নাচতে নাচতে উচ্ছ্বাস প্রকাশ করছেন। সোনম রঘুবংশীকে বিয়ে করার আনন্দে তিনি ছিলেন আত্মহারা। সেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে, যখন তার মৃত্যুর পেছনে স্ত্রী সোনমের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

রাজা রঘুবংশীর দেহ উদ্ধারের পর থেকেই তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পুলিশ তদন্ত শুরু করলে সোনমের খোঁজ মিলছিল না। অবশেষে উত্তরপ্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এই ঘটনা এখন গোটা দেশজুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত চলছে এবং সোনমকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড কেন ঘটল এবং এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy