“বিনা ধোলাইয়ে বাড়ি ফিরবে না…”- BJP-কে হুমকি মদনের, পাল্টা আক্রমণ করলেন দিলীপ

রামনবমী উদযাপন নিয়ে ফের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। হুঁশিয়ারি দিয়ে জানালেন, পবিত্র দিন কলুষিত হলে কেউ বিনা ধোলাইয়ে ফিরতে পারবে না। বিজেপির দখলে নয় রামনবমী, এমনটাই দাবি করলেন তিনি। টিভি৯ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘দল বললে রামনবমীর আগে-পরে দিনরাত পাহারা দেব। প্রয়োজনে ভবানীপুর, কামারহাটিতেও পাহারা বসানো হবে।’’

মদন মিত্রকে প্রশ্ন করা হয়েছিল, রামনবমীর দিন তাঁর পরিকল্পনা কী? উত্তরে তিনি জানান, “দল যা বলবে, তাই করব। ওরা (বিজেপি) বলেছে ৪৩টি পয়েন্টে দাঙ্গা করবে। কিন্তু মানুষ ৪৩ হাজার জায়গা ঘিরে রাখবে। দরকার হলে রামনবমীর আগের দিন থেকে পরের দিন পর্যন্ত পাহারা দেব। মিছিল করব, আর যাঁরা মিছিলে থাকবেন, তাঁদের জল দেব। রামনবমী সবার উৎসব, বিজেপির একার নয়।”

তিনি আরও বলেন, “রামনবমীর দিনকে যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা করেন, তাহলে আমরা চুপ করে বসে থাকব না। রামনবমীর দিনটা কলুষিত করবেন না। অন্য যে কোনও দিন বলুন, তৃণমূল প্রস্তুত ব্যাট করার জন্য। বিজেপি ৪৩টি জায়গায় নজর রাখছে, আমরা তৃণমূল এখনো বেঁচে আছি। আপনারা যদি পুজোর দিন নষ্ট করেন, তাহলে বিনা ধোলাইয়ে বাড়ি ফিরতে পারবেন না।’’

মদন মিত্রের এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি কটাক্ষ করে বলেন, “আগে সোজা হয়ে দাঁড়ান, তারপর দিলীপ ঘোষের সঙ্গে লড়াই করুন। আগেও তলোয়ার হাতে রাস্তায় নেমেছি, আবারও নামব। কে কাকে ঘরে ঢোকায়, সেটা দেখা যাবে।”

আগামী বছর বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ভোটের আগে রামনবমী নিয়ে বিজেপি-তৃণমূলের টানাপোড়েন আরও বাড়তে চলেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy