
বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে প্রতারিত ভারতীয়দের উদ্ধার অভিযান অব্যাহত। মায়ানমার ও থাইল্যান্ড থেকে আরও ২৬৬ জন ভারতীয়কে দেশে ফিরিয়ে আনল ভারতীয় বায়ুসেনা। বুধবার, এই তথ্য নিশ্চিত করেছে ভারতের বিদেশ মন্ত্রক।
ভারতীয় বায়ুসেনার সফল উদ্ধার অভিযান
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়া এক্স (প্রাক্তন টুইটার)-এ এক পোস্টে জানান, মঙ্গলবার (১২ মার্চ) ২৬৬ জন ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানো হয়েছে। এরা সকলেই দক্ষিণ-পূর্ব এশিয়ার সাইবার অপরাধ চক্রের শিকার হয়েছিলেন। এর আগে, সোমবার (১১ মার্চ) আরও ২৮৩ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়। ভারতীয় দূতাবাস মায়ানমার ও থাইল্যান্ড সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে তাঁদের মুক্তি নিশ্চিত করেছে।
চাকরির লোভ দেখিয়ে সাইবার অপরাধে জড়িয়ে দেওয়ার চক্র
দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ভুয়ো চাকরির জাল ছড়িয়ে রয়েছে। উচ্চ বেতনের কাজের লোভ দেখিয়ে ভারতীয়দের প্রলুব্ধ করা হয়। কিন্তু বিদেশে গিয়ে এরা বুঝতে পারেন যে প্রতারণামূলক সাইবার অপরাধে জড়িয়ে পড়েছেন। মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকাগুলি থেকে মূলত এই ধরনের অপরাধ পরিচালিত হয়। ভারতীয়দের অনলাইনে বিভিন্ন স্ক্যাম, আর্থিক প্রতারণা ও অবৈধ কাজে বাধ্য করা হয়।
কেন্দ্র সরকারের সতর্কবার্তা
এই ধরনের চাকরির প্রতারণা চক্রের বিরুদ্ধে আগেও সতর্ক করেছিল ভারত সরকার। ফের একবার নাগরিকদের উদ্দেশে সতর্কতা জারি করা হয়েছে। বিদেশে চাকরির জন্য যাওয়ার আগে ভারতীয় দূতাবাসের মাধ্যমে নিয়োগকর্তাদের যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগকারী এজেন্ট ও সংস্থার সম্পর্কে আগেভাগে খোঁজ নেওয়ারও নির্দেশ দিয়েছে কেন্দ্র।
উদ্ধার অভিযান অব্যাহত
ভারতীয় সরকার ও বিদেশ মন্ত্রক নিশ্চিত করেছে যে, এখনও অনেক ভারতীয় প্রতারণার শিকার হয়ে বিদেশে আটকে রয়েছেন। তাঁদের দেশে ফেরাতে উদ্ধার অভিযান চলবে। এই ঘটনার পর আরও সতর্ক হয়ে বিদেশে চাকরির প্রলোভনে পা না দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে।