শহর থেকে শহরতলি, রাস্তায় বাসের রেষারেষি একটি পরিচিত চিত্র। দিনের পর দিন এই বিষয়ে দুর্ঘটনার অভিযোগ উঠেছে, প্রশাসন সতর্ক করেছে, তবুও এই প্রবণতা কমেনি। একই রুটের বাস কাছাকাছি এলেই গতি বাড়িয়ে দেওয়ার অভিযোগ প্রায়শই শোনা যায়, এবং এর ফলে পথচারীরা বেপরোয়া গতির শিকার হন। এই পরিস্থিতিতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। গতি বাড়ালেই অ্যাপের মাধ্যমে তা ধরা পড়বে। শুক্রবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন।
হুগলির জাঙ্গীপাড়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠানে মন্ত্রী জানান, বাসের রেষারেষি বন্ধ করতে রাজ্য সরকার একটি বিশেষ অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপের মাধ্যমে ট্রাফিক পুলিশ বাস চালকদের উপর নজরদারি চালাবে।
পরিবহন মন্ত্রী বলেন, “বাসের রেষারেষি এবার বন্ধ করে দেওয়া হবে। আমাদের আইটি বিভাগ একটি অ্যাপ তৈরি করেছে। বাস চালকদের সেই অ্যাপ দেওয়া হবে। সকাল থেকে তাদের ট্র্যাক করবে ট্রাফিক পুলিশ। কত গতিতে তারা গাড়ি চালাচ্ছে, বেপরোয়া গতিতে চালাচ্ছে কি না, সবটাই ধরা পড়বে ওই অ্যাপে।”