
হাওড়া ডিভিশনে ফের একাধিক ট্রেন বাতিল থাকার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। ট্র্যাক ও ওভারহেডের মেরামতির কাজের জন্য ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ট্রাফিক ব্লক করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের সম্মুখীন হতে হবে।
কোন কোন ট্রেন বাতিল থাকবে:
হাওড়া থেকে ৩৬০৩৩ নম্বর ট্রেন
৩৬৮২৩ নম্বর ট্রেন
চন্দনপুর থেকে ৩৬০৩৪ নম্বর ট্রেন
বর্ধমান থেকে ৩৬৮৩৬ নম্বর ট্রেন
কোন কোন ট্রেনের সূচি বদল হচ্ছে:
৩৬৮২৫ হাওড়া-বর্ধমান লোকাল সকাল ১১টা ২২ মিনিটের বদলে সকাল ১১টা ৪৮ মিনিটে ছাড়বে।
৩৬৮৩৮ বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন সকাল ১১টা ৪৮ মিনিটের বদলে দুপুর ১২টা ১৫ মিনিটে ছাড়বে।
৩৭৮১২ বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন ৩০ মিনিট দেরিতে ছাড়বে।
অতীতে কী ঘটেছিল?
কয়েকদিন আগেই বালি ব্রিজের মেরামতির জন্য হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। প্রায় ১০০ ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।
সূত্রের খবর অনুযায়ী, এপ্রিল মাসেও ফের শতাধিক ট্রেন বাতিল হতে পারে।
যাত্রীদের জন্য পরামর্শ:
প্রতিদিন হাজার হাজার মানুষ লোকাল ট্রেনে যাতায়াত করেন। এক্সপ্রেস ট্রেনের যাত্রী সংখ্যাও উল্লেখযোগ্য। তাই ট্রেন বাতিলের কারণে সমস্যা এড়াতে যাত্রীদের রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ স্টেশন থেকে আপডেট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।