নতুন নতুন ফিচার সমৃদ্ধ স্মার্টওয়াচ বাজারে আনছে বিভিন্ন কোম্পানি। স্মার্টফোনের মতো স্মার্টওয়াচে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা ফিচার যুক্ত করে দেওয়া হচ্ছে। এসব ফিচারের মধ্যে রক্তচাপ পরিমাপ অন্যতম। রক্তচাপ মাপার ফিচারের নতুন স্মার্টওয়াচ উন্মোচন করেছে ফসিবট।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজমোচায়নার প্রতিবেদনে জানা যায়, ঘড়ির মডেল ডব্লিউ১০১। ফসিবটের দাবি, রক্তচাপ পরিমাপের পাশাপাশি এটিতে ব্লুটুথ কলিং সাপোর্ট রয়েছে।
নতুন স্মার্টওয়াচটিতে ১ দশমিক ৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এর রেজল্যুশন ৪৬৬×৪৬৬ পিক্সেল। অ্যামোলেড ডিসপ্লেটি ৯৯ দশমিক ৫ শতাংশ অ্যাডোবি আরজিবি কালারস্পেসের অভিজ্ঞতা দিয়ে থাকে।
স্মার্টওয়াচটিতে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দেখা যাবে। এ ছাড়া ব্যবহারকারী রিমোটলি মিউজিক প্লেব্যাক ও ক্যামেরার অপশন স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে। ফসিবট ডব্লিউ১০১ ঘড়িতে ২৫৬ মেগাবাইট মেমোরির একটি চিপ আছে, যা ইন্টারফেস ব্যবহারে উন্নত অভিজ্ঞতা দিয়ে থাকে। স্মার্টওয়াচটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকলে সাধারণ ব্যবহারে ডিভাইসটি ১৫ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলে দাবি কোম্পানির।
ডিভাইসটিতে ব্লাড প্রেশার, হার্ট রেট, ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিং ফিচার দেওয়া হয়েছে। ফলে ব্যবহারকারীর রক্তচাপ পরিমাপে সক্ষম এই ঘড়িটি। আমেরিকার বাজারে ৭০ ডলারে স্মার্টওয়াচটি কেনা যাবে