
আর মাত্র কয়েক মাস বাকি। আগামী বছরই বাংলায় বিধানসভা নির্বাচনের (WB Assembly Elections) দামামা বাজতে চলেছে, আর তার আগেই রাজনৈতিক দলগুলো নিজেদের রণনীতি সাজানো শুরু করে দিয়েছে। রবিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক বিশাল জনসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র ভাষায় আক্রমণ করেন। এই সভা থেকেই আগামী বছর রাজ্যে বিজেপি সরকার গঠনের ডাক দেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) সরাসরি ‘অপারেশন বাংলা’র কথা ঘোষণা করেন।
শুভেন্দু অধিকারীর ‘শাহি সভা’ থেকে হুঙ্কার:
এদিনের সভায় বক্তব্য রাখার সময় শুভেন্দু অধিকারী ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “বিশ্বের সর্ববৃহৎ নেতা নরেন্দ্র মোদীর বিশ্বস্ত সহযোগী হিসেবে অমিত শাহ অপারেশন সিঁদুরের অন্যতম কারিগর। উনি আমাদের সবার নেতা, ২০২০ সালের ১৯ ডিসেম্বর যার হাত ধরে বিপ্লবের মাটি মেদিনীপুরে দলের পতাকা নিয়েছিলাম।”
এরপর তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হীরক রানি’ বলে সম্বোধন করে তীব্র আক্রমণ করেন। শুভেন্দু বলেন, “হিন্দুদের ওপর অত্যাচারের বদলা হবে। হীরক রানিকে বাই বাই করতে হবে।” একই সঙ্গে দলের নেতা-কর্মীদের উজ্জীবিত করে তিনি আগামী বছর বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক দেন।
সুকান্ত মজুমদারের মুখে ‘অপারেশন বাংলা’:
শুভেন্দু অধিকারীর পর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখে শোনা যায় ‘অপারেশন বাংলা’র কথা। বিজেপি সাংসদ বলেন, “প্রধানমন্ত্রীর সভা থেকে আমি অপারেশন বাংলা হবে বলেছিলাম। মুখ্যমন্ত্রী তাতে রাগ করেন। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর রয়েছে। আপনার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির হাজার হাজার মণ্ডল স্তরের কার্যকর্তারা অপারেশন বাংলা করবে। ওনারাই আপনাকে চেয়ার থেকে নামাবেন।”
তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ নিয়েও সরব হন। সুকান্ত বলেন, “মুখ্যমন্ত্রী, আপনার লজ্জা করে না? যে পুলিশমন্ত্রী নিজের পুলিশের বাড়ির মায়েদের ইজ্জত রাখতে পারেন না, তিনি অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন? এই রকম মহিলার মুখ্যমন্ত্রীর পদে থাকার অধিকার নেই।”
অমিত শাহের কড়া বার্তা:
শুভেন্দু ও সুকান্তর পর এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মুখেও ২০২৬ সালে বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক শোনা যায়। তাঁর হুঙ্কার, “দিদি, হিংসা ছাড়া ভোট করিয়ে দেখুন। বাংলার জনতা আপনার জামানত জব্দ করে দেবে।”
সামগ্রিকভাবে, আজকের এই সভা আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রণনীতি এবং তাদের আত্মবিশ্বাসের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছে। বাংলার রাজনৈতিক মহলে এই সভা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।