বড় দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন অভিষেক বচ্চন!-জেনেনিন কি হয়েছিল?

অক্ষয় কুমার অভিনীত বহু প্রতীক্ষিত কমেডি ফিল্ম ‘হাউসফুল ৫’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেতা অভিষেক বচ্চন। মঙ্গলবার (২৭ মে, ২০২৫) এই ঘটনা ঘটে, যখন ট্রেলার লঞ্চের সময় প্রেক্ষাগৃহের ছাদের একটি অংশ হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

ঘটনাটি ঘটে যখন মুম্বই গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন ছিল এবং শহরে লাল সতর্কতা জারি করা হয়েছিল। সারাদিন বৃষ্টির মধ্যেই ছবির প্রচারে কালো স্যুট পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিষেক বচ্চন। প্রেক্ষাগৃহের সিঁড়ি দিয়ে নামার সময় আচমকাই তাঁর মাথার ওপর ছাদের একটি অংশ ভেঙে পড়ে।

তাৎক্ষণিকভাবে অভিষেক সেখান থেকে সরে যান এবং দ্রুত তার টিমের সদস্যদেরও সেখান থেকে সরে যেতে বলেন। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়ে নেটপাড়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিষেককে ঘিরে রয়েছেন টিমের সদস্যরা এবং তিনি ভাঙা ছাদের অংশ দেখিয়ে সকলের সঙ্গে কথা বলছেন। অভিষেকের সতর্কবাণীতে সৌভাগ্যবশত কেউ আহত হননি এবং অভিনেতা নিজেও সুস্থ আছেন। তিনি সাংবাদিকদেরও নিরাপদ দূরত্বে সরে যাওয়ার অনুরোধ করেন।

এত বড় একটি অনুষ্ঠানে কীভাবে ছাদের অংশ ভেঙে পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগও সামনে আসছে। তবে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এই আকস্মিক দুর্ঘটনা ঘটলেও, ছবির প্রচারে সকলে বেশ ভালো সময় পার করছেন।

মঙ্গলবারই প্রকাশ্যে এসেছে বহু প্রতীক্ষিত ‘হাউসফুল ৫’ ছবির ট্রেলার। ঝলকের শুরুটা হয় নানা পাটেকরের কণ্ঠ দিয়ে। রঞ্জিত ডোবরিয়াল নামে এক বিলিয়নিয়ার তার শততম জন্মদিনে সকলকে একটি প্রমোদতরীতে আমন্ত্রণ জানান ‘উইল’ পড়ে শোনানোর জন্য। উদ্দেশ্য, তার বিপুল সম্পত্তি যোগ্য উত্তরাধিকারীর হাতে তুলে দেওয়া।

কিন্তু গোল বাঁধে ছেলের নাম ‘জলি’ নিয়ে, কারণ সেই পার্টিতে আরও দুজনের নাম ‘জলি’। রঞ্জিত ডোবরিয়ালের আসল উত্তরাধিকারী কে? সম্পত্তি পাওয়ার জন্য এরপর শুরু হয় নানা ফন্দি-ফিকির এবং কমেডি ও সাসপেন্সের এক দারুণ মিশেল।

রোম্যান্স ও কমেডিতে ভরপুর ‘হাউসফুল ৫’-এর ট্রেলার ইতোমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রীতেশ দেশমুখ অভিনীত এই বহু প্রতীক্ষিত বিগ বাজেট সিনেমাটি আগামী ৬ জুন, ২০২৫-এ মুক্তি পাচ্ছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy