ফোনের অপর প্রান্তে ভাঙা উচ্চারণে নির্দেশ দিত অচেনা ‘পুরুষ কণ্ঠ’! রানিয়ার বয়ানে একের পর এক রহস্য

কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রানিয়া রাও সোনা পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছেন। বেঙ্গালুরু বিমানবন্দরে রাজস্ব গোয়েন্দা অধিদফতরের (DRI) হাতে ধরা পড়ার পর উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

রানিয়ার দাবি, তাঁর এবারের দুবাই যাত্রা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। ৩ মার্চ তিনি বেঙ্গালুরু থেকে দুবাই যান, তবে যাত্রার মাত্র দুই দিন আগে, ১ মার্চ, একটি অজানা বিদেশি নম্বর থেকে ফোন পান তিনি। ফোনের অপর প্রান্তে এক পুরুষ কণ্ঠ তাঁকে নির্দেশ দেন, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে পৌঁছে একটি প্যাকেট সংগ্রহ করে বেঙ্গালুরুতে পৌঁছে দিতে হবে। সন্দেহজনক মনে হলেও, তিনি পুলিশকে কিছু জানাননি।

দুবাই বিমানবন্দরে নির্দিষ্ট স্থানে পৌঁছে, সাদা পোশাক পরা এক সুগঠিত, ছয় ফুট লম্বা ব্যক্তির কাছ থেকে প্যাকেট নেন রানিয়া। পরে বিমানবন্দরের শৌচাগারে গিয়ে দেখেন, প্যাকেটের ভেতরে রয়েছে ১২টি সোনার বার। ইউটিউব ভিডিও দেখে শিখে নেওয়া কৌশল অনুযায়ী, আঠালো টেপ ও টিস্যু পেপারের সাহায্যে তিনি বারগুলি কোমরের চারপাশে বেঁধে ফেলেন। এছাড়া কিছু বার জুতোর তলায় ও জিন্সের পকেটে লুকিয়ে ফেলেন।

বেঙ্গালুরু বিমানবন্দরে নেমে, টোল গেট থেকে সার্ভিস রোডের কাছে অপেক্ষারত একটি অটোতে ওঠার নির্দেশ দেওয়া হয় রানিয়াকে। সেখানে সোনার বারগুলি হস্তান্তর করার কথা ছিল। কিন্তু তার আগেই রাজস্ব গোয়েন্দারা তাঁকে আটক করে। তল্লাশিতে রানিয়ার জামা ও বেল্টের মধ্যে থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করা হয়।

গোয়েন্দাদের তদন্তে জানা যায়, গত দু’সপ্তাহে অন্তত চারবার দুবাই গিয়েছিলেন রানিয়া, যদিও সেখানে তাঁর কোনও আত্মীয় বা পরিচিত নেই। রানিয়ার বাবা রামচন্দ্র রাও একজন আইপিএস অফিসার, যার নামও আগে সোনা পাচারের মামলায় উঠে এসেছিল। এবার তাঁর মেয়েই ধরা পড়লেন একই অভিযোগে।

ডিআরআই এখন রানিয়ার বয়ানের ভিত্তিতে তদন্ত আরও গভীরে চালিয়ে যাচ্ছে। অজ্ঞাতপরিচয় ওই আফ্রিকান-আমেরিকান কণ্ঠের ব্যক্তির পরিচয় ও পাচার চক্রের মূল পান্ডাদের খোঁজ চলছে। রানিয়ার এই ঘটনায় টলিউড ইন্ডাস্ট্রিতেও চাঞ্চল্য ছড়িয়েছে।

রানিয়া রাওয়ের এই কাণ্ডে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি ও তাঁর পরিবারের মানহানি ঘটেছে। তবে, গোয়েন্দারা মনে করছেন, এটি আন্তর্জাতিক পাচার চক্রের বড় কোনও পরিকল্পনার অংশ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy