ফের বাড়লো দেশের দৈনিক করোনা সংক্রমণ, কিন্তু ১০-র নীচে নামল দৈনিক মৃত্যুর সংখ্যা

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ ফের উর্ধ্বমুখী। গতকাল যেখানে ২৮২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিেলন সেখানে আজ গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৪৭ জন। তবে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন মাত্র ৯ জন। যদিও দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমেনি। সেটা ক্রমশ বাড়ছে।

গতকালের চেয়ে বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দেশে সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩,৮৪১ জন। সেই সঙ্গে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটা কমেছে। দেশে এখন অ্যাক্টিভ রোগী রয়েছেন ১৮,৬০৪ জন। কয়েকদিন আগে পর্যন্ত সংখ্যাটা ছিল ১৯ হাজারের উপরে।

রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,০৩২ জন। তবে আক্রান্তেদের অধিকাংশই হোম আইসোেলশনে রয়েছেন। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ জন। করোনা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৯ জন। মহারাষ্ট্র এবং কেরলেও তেমন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy