বলিউডের সেলিব্রিটি ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা। আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরদের ট্রেনার হিসেবে খ্যাতি রয়েছে তার। সম্প্রতি পুষ্টিবিদ রায়ান ফার্নান্দোর ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীদের ট্রেনিং করানোর অভিজ্ঞতা ভাগাভাগি করেন তিনি।
সাক্ষাৎকারে ইয়াসমিন জানান, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অগ্নিপথ’ সিনেমার আইটেম গান ‘চিকনি চামেলি’র শুটিংয়ের আগে খানিকটা মজার ছলেই তাকে ‘হুমকি’ দিয়ে বসেন ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা চেয়েছিলেন গানের শুটিংয়ের সময় তার শরীরে যেন কোনো দৃশ্যমান মেদ না থাকে। সেজন্য এই অভিনেত্রী ইয়াসমিনকে বলেছিলেন, ‘যদি মেদ দেখা যায়, তাহলে আমি ন্যাশনাল টিভিতে গিয়ে বলে দেব তুমি ভালো ট্রেনার নও।’
এছাড়া অন্তঃসত্ত্বা আলিয়া ভাটকে ট্রেইন করার অভিজ্ঞতা জানিয়ে ইয়াসমিন যোগ করেন, ‘আলিয়ার মনোযোগের স্থায়িত্ব কম হওয়ায় তার জন্য টানটান ফিটনেস রুটিন তৈরি করতে হয়েছিল। যেমন আলিয়াকে যদি কোনো কিছু ২০ বার করতে বলি, তাহলে দেখা যাবে ৮ বারের সময় ও অমনোযোগী হয়ে পড়েছে। তাই আলিয়ার জন্য চটপটে ফিটনেস রুটিন নিয়ে কাজ করতে হয়েছে, যাতে তার মনোযোগ ধরে রাখা যায়।’