প্রলয়ঙ্করী বর্ষা, মহারাষ্ট্রের ভান্ডারায় জলবন্দি জীবন, অন্তঃসত্ত্বাকে উদ্ধার নৌকায়

দেশের বিভিন্ন প্রান্তে বর্ষার তাণ্ডব অব্যাহত। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবিরাম বর্ষণ যেমন জনজীবন বিপর্যস্ত করেছে, তেমনই এবার মহারাষ্ট্র এবং গুজরাট থেকেও আসছে ভয়াবহ বন্যার খবর। এর মধ্যে মহারাষ্ট্রের ভান্ডারায় বৃষ্টির প্রলয়ঙ্করী রূপ উঠে এসেছে সাম্প্রতিক এক হৃদয়বিদারক দৃশ্যে। একটানা বর্ষণে ভান্ডারা কার্যত জলমগ্ন, যেখানে বাড়ির দোরগোড়ায় পৌঁছে গেছে বন্যার জল। জীবন বাঁচাতে মানুষজনকে এখন নৌকাই ভরসা।

জলবন্দি ভান্ডারায় নৌকা এখন নিত্যসঙ্গী
ভান্ডারার রাস্তাঘাট পুরোপুরি জলের তলায়। স্থানীয় বাসিন্দারা বাধ্য হচ্ছেন নৌকা ব্যবহার করে বাড়ি থেকে বের হতে। এক নাগাড়ে বৃষ্টির জেরে সৃষ্টি হওয়া এই বন্যায় ত্রাহি ত্রাহি রব। চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে প্রতিদিনকার কাজে বের হওয়া মানুষদের। এরই মধ্যে এক মর্মস্পর্শী ঘটনা ক্যামেরাবন্দী হয়েছে, যেখানে এক অন্তঃসত্ত্বা মহিলাকে তাঁর পরিবারের সদস্যরা নৌকা করে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। এই ছবিই বুঝিয়ে দিচ্ছে ভান্ডারার বর্তমান পরিস্থিতির ভয়াবহতা।

রাজ্যজুড়ে দুর্যোগ: প্রকৃতির রোষানলে জনজীবন
শুধুমাত্র ভান্ডারাই নয়, মহারাষ্ট্রের একাধিক জেলাতেই ভারী বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিপর্যস্ত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হলেও, বৃষ্টির তীব্রতা এতটাই বেশি যে তা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আবহাওয়া দফতরও রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। কমলা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ, দেশের পূর্ব থেকে পশ্চিম, বর্ষার দাপটে জনজীবন বিপর্যস্ত।

ভান্ডারার এই দৃশ্য কেবল একটি চিত্র নয়, এটি প্রকৃতি ও মানুষের মধ্যে চলমান এক অসম যুদ্ধের প্রতিচ্ছবি। কবে এই দুর্ভোগের অবসান ঘটবে, সেটাই এখন দেখার।

(দ্রষ্টব্য: এই খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রচারিত তথ্য এবং ভিডিও চিত্রের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সর্বশেষ সংবাদ কর্মীরা এই বিষয়বস্তু যাচাই বা সম্পাদনা করেননি। প্রকাশিত মতামতগুলি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর এবং সর্বশেষ সংবাদ এর জন্য কোনো দায়বদ্ধতা বহন করে না।)

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy