প্রধানমন্ত্রী পদ নিয়ে মুখ খুললেন মমতা, মনের কথা জানালেন মুখ্যমন্ত্রী

২০২৪ এর আসন্ন লোকসভা ইকলেকশন নিয়ে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে প্রশ্ন করা হলে সেই প্রশ্নে স্পষ্ট করলেন তার মতামত। তিনি স্পষ্ট জানিয়ে দেন ‘বড় পদ নিয়ে কোনোরকম আগ্রহ নেই আমার। পদের জন্য কিছু করিনা। আমরা আত্মত্যাগ করি, দেশের উন্নতির জন্য কাজ করি। আমার মহিলারা, কৃষকরা, শ্রমিকরা যাতে হাসেন সেই লক্ষ্যে কাজ করি। ‘তবে রাজ্যে কংগ্রেসকে যে কোনো জায়গা দেওয়া দেবেন না, তাও পরিষ্কার জানিয়ে দেন মমতা।

আগামী লোকসভা ইলেকশন নিয়ে রাজনৈতিক দলের মধ্যে প্রস্তুতি এখনো সেভাবে শুরু না হলেও সব দলের পাখির চোখ এখন আসন্ন লোকসভা ইলেকশন। বর্তমান ক্ষমতাসীন দল থেকে বিরোধী শিবির নীরবেই প্রস্তুতি নিচ্ছে আসন্ন লোকসভা ইলেকশনের জন্য ।

প্রসঙ্গত, ২০১৯ এর নির্বাচনে বিরোধী শিবির মোদীর বিরুধ্যে যোগ্য মুখ দিতে পারেনি। তবে এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও বিরোধী চেহারা হিসেবে উঠে আসছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম। এখন দেখার পরবর্তী নির্বাচনে কোন পরিকল্পনায় ইলেকশন লড়ে বিরোধী শিবির।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy