
একসময়ের পর্দা কাঁপানো খলনায়ক রঞ্জিত তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে ভয়ের সঞ্চার করতেন। তবে জানেন কি, তাঁর প্রথম ছবি ‘শর্মিলি’ মুক্তির পরই তাঁকে সত্যি সত্যি বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল? সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে এসে এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন এই প্রবীণ অভিনেতা! বলিউডে ‘খলনায়ক’ বলতেই যাঁর মুখ প্রথম মনে আসে, সেই বর্ষীয়ান অভিনেতা রঞ্জিতের এই স্বীকারোক্তি শুনে অনেকেই অবাক হয়েছেন।
‘কপিল শর্মা শো’-এর একটি বিশেষ পর্বে গুলশন গ্রোভার এবং বিন্দুর সঙ্গে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন রঞ্জিত। সেখানেই তিনি নিজের জীবনের এই অজানা অধ্যায়টি তুলে ধরেন। অভিনেতার কথায়, “শর্মিলি ছবিটা মুক্তি পাওয়ার পরই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।” এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে রঞ্জিত বলেন, “ছবিতে আমি রাখির চুল টেনেছি, পোশাক ছিঁড়তে গিয়েছি—এই দৃশ্যগুলো দেখে আমার মা-বাবা খুব কষ্ট পেয়েছিলেন।”
রঞ্জিত আরও জানান, তাঁর বাবা-মা তাঁকে বলেছিলেন, এটা কি কোনো কাজ? তাঁরা চেয়েছিলেন রঞ্জিত মেজর, অফিসার, এয়ার ফোর্সের আধিকারিক কিংবা ডাক্তারের মতো চরিত্রে অভিনয় করুন। অভিনেতার কথায়, তাঁর বাবা-মা তাঁকে এমনও বলেছিলেন যে তিনি তাঁদের মুখ পুড়িয়ে দিয়েছেন এবং এখন অমৃতসরে তাঁরা কোন মুখে ফিরবেন।
পাঁচ দশকের দীর্ঘ অভিনয় জীবনে রঞ্জিত প্রায় সব ছবিতেই খলচরিত্রে অভিনয় করেছেন। তবে এর একটি ব্যতিক্রমও রয়েছে। ‘অ্যায়সা দেশ হ্যায় মেরা’ নামের একটি টেলিভিশন শো-তে তিনি সম্পূর্ণ ইতিবাচক চরিত্রে দর্শকের সামনে এসেছিলেন। তবে ‘শর্মিলি’-তে তাঁর খলনায়কের ভূমিকা এতটাই শক্তিশালী ছিল যে, বাস্তবেও তার প্রভাব পড়েছিল অভিনেতার ব্যক্তিগত জীবনে। প্রথম ছবি মুক্তির পরই বাড়ি থেকে বিতাড়িত হওয়ার মতো কঠিন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল জনপ্রিয় এই খল অভিনেতাকে।