পেপসিকোর পণ্যের চাহিদা কমেছে আমেরিকায়, দুর্বল মুনাফার পূর্বাভাস

পণ্যের চাহিদা কম থাকায় বার্ষিক দুর্বল মুনাফার পূর্বাভাস দিয়েছে পেপসিকো। কোম্পানিটি ত্রৈমাসিক আয়ের লক্ষমাত্রা অর্জন করতেও ব্যর্থ হয়েছে।

মূলত যুক্তরাষ্ট্রে কোম্পানিটির সোডাস ও স্ন্যাক্সের চাহিদা কমেছে। দেশটি হচ্ছে তাদের সবচেয়ে বড় বাজার।

প্রিমার্কেট ট্রেডিংয়ে পেপসিকোর শেয়ার কমেছে দুই শতাংশ। মূলত প্রয়োজনী পণ্য কিনতে ডলার বাঁচাচ্ছেন মার্কিনিরা। এ জন্য তারা কোমল পানীয় ও সল্টি ট্রিটসে ব্যয় কমাচ্ছে। এদিকে বিক্রি বাড়াতে বিজ্ঞাপনে জোর দিচ্ছে পেপসিকো।

এখন লক্ষ্য হলো ছোট আকারের প্যাকেটের দিকে ঝুঁকে থাকা অথবা সস্তায় বিকল্প খোঁজা ভোক্তাদের ফিরিয়ে আনা।

কোম্পানিটির কর্মকর্তারা জানিয়েছেন, আমরা আশা করি উত্তর আমেরিকার পারফরমেন্স বছরের অগ্রগতির সঙ্গে ধীরে ধীরে উন্নতি করবে এবং আমাদের বাণিজ্যিক কার্যক্রমগুলো ধরে রাখবে।

পেপসিকোর বৃহত্তম ইউনিট উত্তর আমেরিকার বেভারেজ চতুর্থ প্রান্তিকে অর্গানিক আয় এক শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে। আগের বছর এই বৃদ্ধি ছিল সাত শতাংশ। অন্যদিকে দ্বিতীয় বৃহত্তম ইউনিটের আয় শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছে।

২৮ ডিসেম্বর শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির মোট অর্গানিক আয় এক শতাংশ কমেছে। এ সময় গড় মূল্য বেড়েছে তিন শতাংশ।

সূত্র: রয়টার্স

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy