পুলিশ হেফাজতে ঘটলো ভিগনেশের অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার হলো ছয় পুলিশ কর্মী

পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যু হলো এক বন্দির। চেন্নাইয়ের এই ঘটনা নিয়ে সরব হয়েছে গোটাদেশ। এই কাণ্ডে ছয় জন পুলিশ আধিকারিককে গ্রেফতার করল চেন্নাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ- ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধেই উঠেছে অভিযোগ। কিন্তু কী ঘটনা ঘটেছিলো?

চলতি বছরে এপ্রিল মাসের ১৮ তারিখে রাস্তায় যানবাহনের চেকিং এ ভিগনেশ ও সুরেশ নামে দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছে পাওয়া গিয়েছিল গাঁজা ও মদ। দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। কিন্তু পুলিশের প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি ভিগনেশ। ১৯ এপ্রিল পুলিশ স্টেশনেই মৃত্যু হয় ভিগনেশের। প্রাথমিকভাবে ভিগনেশের মৃত্যু নিয়েই তদন্ত শুরু করা হয়েছে।

এই মৃত্যুর তদন্ত ভার তুলে দেওয়া হয় ক্রাইম ব্রাঞ্চ-সিআইডির হাতে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ নং ধারা এবং এসসি-এসটি আইনে ছ’জন পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বহুক্ষেত্রে আইনরক্ষকদের অমানবিকতার চিত্রও প্রকাশ্যে এসেছে। অস্বাভাবিক মৃত্যুর ইঙ্গিত পাওয়া গেছে অটোপসি রিপোর্টেও। ভিগনেশের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু সেভাবে রিপোর্টে মৃত্যুর সঠিক কারন সম্পর্কে কিছুই বলা হয়নি। ওই ছয় পুলিশ আধিকারিককে বিচারবিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিলেন সঈদাপেট জেলার ম্যাজিস্ট্রেট।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy