পাপ বিজেপি করেছে, মানুষ কেন ভোগ করবে?: মুখ্যমন্ত্রী মমতা

মহানবী (সা)কে নিয়ে বহিষ্কৃত বিজেপি নেতার মন্তব্যের জের ধরে টানা দুই দিন ধরে পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। আর এতে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিছু রাজনৈতিক দল দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন বিজেপির ‘পাপের’ জন্য মানুষ কেন দুর্ভোগের শিকার হবে?

এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি আগেও বলেছি। এবার টানা দুইদিন হাওড়ার স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে এবং সহিংসতা ঘটানো হচ্ছে। কিছু রাজনৈতিক দল এর নেপথ্যে রয়েছে আর তারা দাঙ্গা বাধাতে চায়। কিন্তু এটা সহ্য করা হবে না এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি পাপ করেছে আর মানুষ কেন তা ভোগ করবে?’

কলকাতার কাছে হাওড়ায় বিজেপির বহিষ্কৃত নেতার মন্তব্যের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ শুক্রবার সহিংস হয়ে ওঠে। শনিবারও একই এলাকায় আবারও সহিংসতা শুরু হয়।

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলে পাল্টা টিয়ার গ্যাস ছোড়া হয়। বুধবার পর্যন্ত ওই এলাকায় জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন। সোমবার পর্যন্ত হাওড়া জেলায় ইন্টারনেট বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার হাওড়ার বেশ কয়েকটি সড়কে ব্যারিকেড বসায় বিক্ষোভকারীরা। মুখ্যমন্ত্রী তখন বিক্ষোভকারীদের ক্ষোভ দেখাতে হলে দিল্লি গিয়ে দেখানোর পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নুপুর শর্মা এবং নবীন জিন্দালের মন্তব্যে বিশ্বজুড়ে ভারতের সুনাম নষ্ট হয়েছে আর তাদের গ্রেফতার করা উচিত।

শুক্রবার জুমার নামাজের পর ভারতের নয়টি রাজ্যে ব্যাপক বিক্ষোভের খবর পাওয়া যায়। ঝাড়খণ্ডের রাঁচিতে বন্দুকের গুলিতে দুই জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে। এদের মধ্যে চার জন পুলিশ সদস্য।

উত্তর প্রদেশের বেশ কয়েকটি শহরেও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট দুইশ’র বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy