পাঞ্জাব কিংসের ডাগআউটে রাঘব চাড্ডা, প্রীতি জিন্টাকে বিশেষ বার্তা আপ সাংসদের

আইপিএল ২০২৫-এর প্রথম কোয়ালিফায়ারে পৌঁছনোর পর পাঞ্জাব কিংস শিবিরে দেখা গেল আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডাকে। তিনি দলের মালকিন প্রীতি জিন্টা এবং পুরো দলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানিয়েছেন। পাঞ্জাব থেকে রাজ্যসভার সদস্য হিসেবে রাঘব চাড্ডা, যিনি বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী হিসেবেও পরিচিত, পাঞ্জাব কিংসের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত।

রাঘব চাড্ডা পাঞ্জাব কিংস দলের সঙ্গে তোলা ছবি এবং ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন। সঙ্গে দলের জন্য একটি বিশেষ বার্তাও লিখেছেন। তিনি স্টেডিয়ামে গিয়ে পুরো দলের সঙ্গে দেখা করেন। নিজের পোস্টে রাঘব লিখেছেন, “পাঞ্জাব কিংসের টগবগে দলের সঙ্গে দেখা করেছি এবং চলতি আইপিএল মরশুমের চমৎকার পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছি। পুরো পাঞ্জাবের গর্ব এই দল।” তিনি দলের আগামী ম্যাচগুলির জন্যও শুভেচ্ছা জানিয়েছেন।

রাঘব চাড্ডা তাঁর পোস্টে আরও লিখেছেন, “দলের মালকিন প্রীতি জিন্টা, অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং কোচ রিকি পন্টিংকে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই, যে উৎসাহের সঙ্গে তাঁরা দলকে নেতৃত্ব দিচ্ছেন।”

উল্লেখ্য, পাঞ্জাব কিংস তাদের শেষ লিগ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। সেই ম্যাচে অধিনায়ক শ্রেয়স আইয়ারের ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়ার মুহূর্তটি ছিল স্মরণীয়।

আগামী ২৯ জুন পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে প্রথম কোয়ালিফায়ার খেলবে। এই ম্যাচে যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে পৌঁছে যাবে। পরাজিত দল অবশ্য ফাইনালে ওঠার আরও একটি সুযোগ পাবে – সেক্ষেত্রে তাদের এলিমিনেটর ম্যাচে বিজয়ী দলের বিরুদ্ধে কোয়ালিফায়ার টু খেলতে হবে। রাঘব চাড্ডার এই পরিদর্শন দলের মনোবল বৃদ্ধিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy