
হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার পাকিস্তানে গুপ্তচরবৃত্তির একগুচ্ছ চাঞ্চল্যকর তথ্য এবার প্রকাশ্যে এসেছে। তদন্তকারীদের হাতে এসেছে পাকিস্তানের আইএসআই (ISI)-এর সদস্য আলি হাসানের সঙ্গে জ্যোতির হোয়াটসঅ্যাপ চ্যাট, যা থেকে তার দেশবিরোধী কার্যকলাপের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্কের গভীরতাও স্পষ্ট হয়েছে। জানা গেছে, আলিকে জ্যোতি পাকিস্তানে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন, যা থেকে বোঝা যাচ্ছে তিনি আজীবন পাকিস্তানেই কাটাতে চেয়েছিলেন।
বুধবার একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জ্যোতি ও আলির হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, দু’জনের কথোপকথনে ইসলামাবাদের প্রতি জ্যোতির ভালোবাসার প্রসঙ্গ বারবার উঠে এসেছে। আলিকে জ্যোতি বলেছিলেন, “পাকিস্তানে বিয়ে করতে চাই”। শুধু তাই নয়, দু’জনে সাংকেতিক বার্তাও আদান-প্রদান করতেন। এই সাংকেতিক বার্তার আড়ালে ভারতীয় সামরিক বাহিনীর নানা পরিকল্পনার তথ্য আলিকে জানিয়েছিলেন জ্যোতি।
গত সপ্তাহে জ্যোতিকে গ্রেফতার করেছে পুলিশ। পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা (NIA) এবং ইন্টেলিজেন্স ব্যুরো (IB) তদন্ত চালাচ্ছে। সূত্রের খবর, জেরায় জ্যোতি স্বীকার করেছেন যে, পাকিস্তানের আইএসআই এজেন্টদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি দেশবিরোধী তথ্য পাচার করেছিলেন। হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট এবং টেলিগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি এই যোগাযোগ রাখতেন।
জ্যোতি আরও জানিয়েছেন, দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের আধিকারিক আহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে বহুবার তিনি দেখা করেছেন এবং ফোনে যোগাযোগ রেখেছিলেন। দানিশই জ্যোতিকে আইএসআই এজেন্ট আলি হাসানের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। আলিই জ্যোতিকে পাকিস্তানে থাকা এবং ঘোরার সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন। এমনকি, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর আধিকারিকদের সঙ্গেও আলি, জ্যোতিকে আলাপ করিয়ে দিয়েছিলেন বলে জানা গেছে।
এই নতুন তথ্যগুলি দেশের নিরাপত্তার জন্য আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই গুপ্তচর চক্রের গভীরে পৌঁছানোর জন্য তদন্ত জারি রয়েছে।