মার্চ 2022। বগটুইয়ে আগুনে পুড়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। এ ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়।বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বগতুইতে শুভেন্দু অধিকারীর দ্বারা সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সময় বাগতইয়ে নিহতদের পরিবারের অন্যতম সদস্য মিহিলাল শেখকে বিজেপির মঞ্চে দেখা যায়। এই সময়ে মিহিলাল বিজেপিতে যোগ দেবেন বলে গুঞ্জন শুরু হয়।
নিহতের পরিবারের তিন সদস্যকে ত্রিস্টার পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এদিন বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে মনোনয়ন পত্র জমা করতে আসেন পরিবারের এক মহিলা সদস্য সহ তিনজন প্রার্থী। সঙ্গে ছিলেন মিহিলাল সেখও। মিহিলাল শেখ জানান, তাঁরা বিজেপি দলের হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যাইহোক, এটি লক্ষণীয় যে বগটুইয়েতে যারা মারা গেছে তাদের পরিবারগুলিকে ভারতের ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত নির্বাচনে মনোনীত করেছিল। প্রসঙ্গত, এ বছর এলাকায় মিছিল করেছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর পাশেই দেখা গিয়েছিল মিহিলাল শেখকে।