নির্মীয়মাণ ফ্লাট থেকে উদ্ধার দগ্ধ দেহ, সাংঘাতিক ঘটনা খাস কলকাতায়

শনিবার সকালে বাগবাজার নিবেদিতা লেনের একটি নির্মীয়মাণ ফ্ল্যাটের নীচতলার ফাঁকা জায়গা থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির অগ্নিদগ্ধ দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সকাল পৌনে ৯টা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসে। কীভাবে ওই ব্যক্তি বন্ধ গেটের ভিতর প্রবেশ করলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হলো, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

স্থানীয় বাসিন্দারা সংবাদমাধ্যমকে জানান, সকালে এক স্থানীয় বাসিন্দা ওই ফ্ল্যাটের সামনে দিয়ে যাওয়ার সময় নাকে পোড়া গন্ধ আসে। সন্দেহ হওয়ায় তিনি গ্রিলের ফাঁক দিয়ে উঁকি মেরে দেখেন, ভিতরে একজন ব্যক্তি পড়ে আছেন এবং শরীর থেকে ধোঁয়া উঠছে। সঙ্গে সঙ্গে তিনি হইচই শুরু করেন। খবর দেওয়া হয় শ্যামপুকুর থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ দেহটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিবেদিতা লেনে পাশাপাশি দুটি ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে একটির নির্মাণ কাজ চলছে এবং সেখানে এখনও বাসিন্দারা আসেননি। এই দুটি ফ্ল্যাটের মাঝের ফাঁকা অংশে, গ্রাউন্ড ফ্লোরে দেহটি পড়ে ছিল। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই যে, ওই নির্মীয়মাণ বাড়িটির মূল গেটে তালা দেওয়া ছিল। তা হলে মৃত ব্যক্তি কীভাবে ভেতরে ঢুকলেন? তিনি নিজে সেখানে এসেছিলেন, নাকি তাঁকে কেউ নিয়ে এসে ফেলে গেছে, তা নিয়ে ধন্দ রয়েছে।

পুলিশ সূত্রে খবর, যাঁর দেহ উদ্ধার হয়েছে, তাঁর বয়স বছর ৫০-এর আশেপাশে হবে বলে অনুমান। তবে এখনও তাঁর পরিচয় জানা যায়নি। শ্যামপুকুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে তদন্তকারী অফিসাররা জানিয়েছেন, তদন্ত একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং গেটে তালা থাকা সহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। কে এই ব্যক্তি, কীভাবে তাঁর মৃত্যু হলো এবং কীভাবে তিনি বন্ধ নির্মীয়মাণ বাড়ির ভিতরে পৌঁছলেন, এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ঘটনাটি বাগবাজার এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy