‘নিখোঁজ’ অম্বেডকর! চুরির ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য এলাকা, খবর গেল পুলিশে

মধ্যপ্রদেশের ছাত্তারপুর জেলার বারি গ্রামে সংবিধান প্রণেতা বি আর অম্বেডকরের মূর্তি চুরি হয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মাত্র দু’দিন আগে স্থানীয় বাসিন্দারা ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে সংগৃহীত অর্থে এই মূর্তিটি স্থাপন করেছিলেন। কিন্তু, বৃহস্পতিবার সকালে গ্রামবাসীরা দেখতে পান, উচ্চতায় প্রায় দে়ড় ফুটের সেই মূর্তিটি গায়েব।

গ্রামের প্রধান জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে আনা এই মূর্তিটি গ্রামের প্রবেশপথে স্থাপন করা হয়েছিল। চুরির খবর পাওয়ার পরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং সন্দেহের ভিত্তিতে দু’জনকে আটক করেছে।

এ বিষয়ে ছাত্তারপুর জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট বেদিতা দগর জানিয়েছেন, “আমরা এফআইআর দায়ের করেছি এবং ঘটনার তদন্ত চলছে। কে বা কারা এই কাজের সঙ্গে জড়িত, তা খুঁজে বের করার চেষ্টা করছি।”

গ্রামবাসীদের মতে, অম্বেডকরের মূর্তি শুধু একটি ভাস্কর্য নয়, এটি সামাজিক ন্যায় ও সাম্যের প্রতীক। তাই এই চুরির ঘটনায় ক্ষোভে ফুঁসছে স্থানীয় জনগণ।

পুলিশ আশ্বাস দিয়েছে, দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে এবং মূর্তিটি পুনরুদ্ধার করা হবে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy