নায়ক দেখে ছবি করেন না তাপসী পান্নু, জানালেন মনের কথা

‘ডানকি’র পর থেকে বলিউডের সবচেয়ে চর্চিত নায়িকাদের মধ্যে এখন একজন তাপসী পান্নু। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধে এসেছেন তিনি। এর আগে ধক ধক ছবি প্রযোজনার কারণে চর্চায় উঠে এসেছিলেন এই বলিউড–কন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই দুই ছবি নিয়ে কিছু কথা বলেছেন তাপসী।

‘ডানকি’ পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। চুক্তিবদ্ধ হওয়ার আগেই ছবিটিতে তাঁর অভিনয়ের কথা রটে গিয়েছিল। তাপসী সেই ঘটনার কথা তুলে ধরে বলেছেন, ‘চারদিকে গুঞ্জন ছিল যে রাজকুমার হিরানির ছবিতে আমি কাজ করছি।

আমি নিজেও তখন এ ব্যাপারে কিছু জানতাম না। আমার মনে হয়েছিল, এটা কখনোই সম্ভব নয়। তবে এই গুঞ্জনে খুশি হয়েছিলাম। প্রথমবার আমার নামে ভালো কিছু রটেছিল।’

অভিনেত্রী আরও বলেছেন, ‘এই গুজব রটার পরই রাজু (রাজকুমার হিরানি) স্যারের ফোন এসেছিল। আমি তখন অন্য একটা ছবির শুটিং করছিলাম। রাজু স্যার বলেন, আমি শুটিং থেকে ফেরার পর তিনি এ ছবির (ডানকি) কাহিনি শোনাবেন।’

তাপসী বরাবরই শাহরুখ খানের নায়িকা হওয়ার স্বপ্নে মশগুল থাকতেন। কয়েক মাস আগেই এ প্রসঙ্গে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে তিনি বলেছিলেন, ‘শুধু আমার নয়, আমার মনে হয় প্রায় প্রত্যেক অভিনেত্রীর স্বপ্ন শাহরুখের সঙ্গে ছবি করার। আমার সেই স্বপ্ন এবার পূরণ হলো।’

ছবিতে শাহরুখ খানের মতো বড় তারকার সঙ্গে কাজ করেছেন তাপসী। তবে তিনি নায়ক দেখে ছবি করতে রাজি হন না। তাঁর কথায়, ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকাই আছেন, যাঁরা নায়ক দেখে কোনো ছবি করতে রাজি হন। তাপসী জানিয়েছেন যে ধক ধক ছবির সময় তাঁর এ রকম অভিজ্ঞতা হয়েছে।

অভিনেত্রী বলেছেন, ‘সবার একটা ধারণা আছে, ছবির ক্ষেত্রে গল্পই রাজা। ‘ধক ধক’ ছবির সময় আমার সেই ধারণা ভেঙে গিয়েছিল। এখানে ভণ্ডামি অনেক বেশি। অনেকে আমার এই ছবির গল্পের মাত্র একটা লাইন শোনার পর জিজ্ঞেস করেছিল যে ছবির নায়ক কে?

এতেই বোঝা যায়, একটা প্রকল্পকে ঘিরে তাঁদের আগ্রহ কোথায়। আমি যখন একটা ছবিতে চুক্তিবদ্ধ হই, তখন দেখি না আমার সহ–অভিনেতা কে? ছবিটির পরিচালক কে, সেটাও মাথায় রাখি না। আমি ক্যারিয়ারে অনেক নতুন পরিচালক ও অভিনেতার সঙ্গে কাজ করেছি।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy