
বলিউড সুপারস্টার হৃতিক রোশন আবারও শুটিংয়ের সময় আহত হয়েছেন। তিনি তার আসন্ন সিনেমা ‘ওয়ার ২’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। জানা গেছে, একটি গানের দৃশ্যের শুটিং করার সময় হৃতিকের পায়ে আঘাত লাগে। এ ঘটনার পরপরই সিনেমার শুটিং স্থগিত করা হয়েছে।
‘ওয়ার ২’ সিনেমাটি দুই বড় তারকা হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর-এর মিলনকে কেন্দ্র করে বেশ আলোচনায় রয়েছে। অ্যাকশন নির্ভর এই সিনেমায় নাচ-গানেরও সমাহার থাকবে। শোনা যাচ্ছে, শুটিংয়ের ফাঁকে একটি গানের জন্য নাচের অনুশীলন করছিলেন হৃতিক ও জুনিয়র এনটিআর। এ সময় হঠাৎ এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর সঙ্গে সঙ্গে সেটে চিকিৎসকদের ডাকা হয়।
চিকিৎসকরা হৃতিকের পা পরীক্ষা করে জানিয়েছেন, আঘাতটি গুরুতর নয়। বর্তমানে তিনি মোটামুটি ভালো আছেন। তবে চিকিৎসকদের পরামর্শ, কোনো ঝুঁকি না নিয়ে হৃতিকের পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। তারা আরও বলেছেন, অভিনেতাকে অন্তত চার সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এর ফলে ‘ওয়ার ২’ সিনেমার দৃশ্য ধারণের কাজ কিছুদিনের জন্য বন্ধ থাকবে।
নাচতে গিয়ে পায়ে আঘাত, কেমন আছেন হৃতিক?
হৃতিক রোশনের এই আঘাতের খবরে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে চিকিৎসকদের আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে। এই সিনেমায় হৃতিক ও জুনিয়র এনটিআর-কে গানের তালে পা মেলাতে দেখার জন্য অনুরাগীরা বেশ উৎসাহী। এই জুটির পর্দায় মিলন দর্শকদের জন্য একটি বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে।
‘ওয়ার ২’ সিনেমাটি হৃতিকের জনপ্রিয় ‘ওয়ার’ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি। অ্যাকশনের পাশাপাশি এতে নাচ-গানের মাধ্যমে বিনোদনের নতুন মাত্রা যোগ করা হচ্ছে। হৃতিকের দ্রুত সুস্থতা কামনা করে শুটিং শিগগিরই পুনরায় শুরু হবে বলে আশা করছে সিনেমার টিম।