
বলিউডের তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল গত বছর জুন মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভিন্ন ধর্মে তাঁদের এই বিয়ে নিয়ে বিতর্ক কম হয়নি, তবুও দীর্ঘদিনের প্রেমিক জাহিরের সঙ্গে সুখেই দিন কাটাচ্ছেন সোনাক্ষী। এরই মধ্যে দোল উৎসবে মেতে উঠেছে ভারতের তারকা জগত। এতে অংশ নিয়েছেন সোনাক্ষীও। কিন্তু এবার স্বামী জাহিরকে তাঁর সঙ্গে না দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।
দোল উৎসবে সোনাক্ষী একা
সামাজিক মাধ্যমে সোনাক্ষী দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে সাদা পোশাকে রং মাখা ছবি শেয়ার করেছেন। কিন্তু স্বামী জাহিরের অনুপস্থিতি নজর এড়ায়নি নেটিজেনদের। অনেকে মনে করছেন, ভিন্ন ধর্মে বিয়ের কারণে ধর্মীয় রীতিনীতি বা উৎসব নিয়ে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। কেউ কেউ এমনও অনুমান করেছেন যে এই দম্পতি পারিবারিক দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এই জল্পনার পিছনে একটি বড় কারণ হলো সোনাক্ষীর বিয়ের প্রতি তাঁর দুই ভাই লব ও কুশের আপত্তি।
সোনাক্ষীর জবাব
নেটিজেনদের কৌতূহলী ও আপত্তিকর প্রশ্নের মুখে আর চুপ থাকতে পারেননি সোনাক্ষী। তিনি স্পষ্ট জবাব দিয়ে বলেন, “সকলে খুব খুশি থাকুন, দোল খেলুন। আর জাহির আমার সঙ্গে নেই কারণ আমি ‘জটাধরা’র শুটিং করছি। ও মুম্বাইয়ে রয়েছে। তাই আপনারা শান্ত হোন, নিজেদের মাথায় ঠান্ডা জল ঢালুন।” এই জবাবে স্পষ্ট হয়ে যায় যে তাঁদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই, বরং কাজের ব্যস্ততার কারণে এই দোল উৎসবে তাঁরা একসঙ্গে থাকতে পারেননি।
বিয়ের পর জল্পনা
সোনাক্ষী ও জাহিরের ভিন্ন ধর্মের বিয়ে নিয়ে সিনহা পরিবারে অশান্তি কম হয়নি। সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ বোনের বিয়েতে অংশ নেননি, যা পরিবারের মধ্যে মতবিরোধের ইঙ্গিত দিয়েছিল। বিয়ের পর থেকে বারবার সোনাক্ষীর ধর্মান্তরণের গুঞ্জনও উঠেছে। এই প্রেক্ষাপটে দোল উৎসবে জাহিরের অনুপস্থিতি নতুন করে জল্পনার জন্ম দিয়েছিল। তবে সোনাক্ষীর জবাবে সেই সব প্রশ্নের অবসান ঘটেছে।
সোনাক্ষীর ব্যস্ততা
সোনাক্ষী বর্তমানে তাঁর নতুন প্রজেক্ট ‘জটাধরা’র শুটিংয়ে ব্যস্ত। এই কারণেই তিনি মুম্বাইয়ে জাহিরের সঙ্গে দোল উদযাপন করতে পারেননি। তাঁর এই স্পষ্টীকরণ নেটিজেনদের অহেতুক জল্পনা থামিয়ে তাঁদের সম্পর্কের মজবুত ভিত্তির কথা মনে করিয়ে দিয়েছে।
সোনাক্ষী ও জাহিরের এই দম্পতি হয়তো ধর্মীয় বা সামাজিক বিতর্কের মধ্যে পড়েছেন, কিন্তু তাঁদের প্রেম ও বোঝাপড়া এখনও অটুট রয়েছে বলে মনে করছেন তাঁদের ভক্তরা।