
দোল উৎসব উপলক্ষে গোটা রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল প্রশাসন। কলকাতা পুলিশও শহরে শান্তি বজায় রাখতে সর্বাত্মক তৎপরতা চালায়। শুক্রবার সকাল থেকে শহরে কোনো বড় ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা না ঘটলেও, অভব্য আচরণ ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে কলকাতা পুলিশ ১৬১ জনকে গ্রেপ্তার করেছে। লালবাজার সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন পুলিশের বিভিন্ন অভিযানে বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে ৩৩.৬ লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মদ উদ্ধার করা হয়। দোলের দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছিল। রাস্তায় পুলিশের পদস্থ আধিকারিকরা সরব ছিলেন।
দোলের পর অনেকেই গঙ্গায় স্নান করতে যান। সেখানে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, সে কারণে শুক্রবার ও শনিবার কলকাতার গঙ্গাঘাটগুলিতে কড়া নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। এদিন মদ্যপান করে কেউ যাতে জলাশয়ে না যান, সে বিষয়ে স্থানীয় ক্লাবগুলিকে আগে থেকেই সতর্ক করা হয়েছে।
শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুলিশ অলি-গলিতে টহলদারির ব্যবস্থা করেছে। শহরে সম্প্রীতি বজায় রাখতে বিশেষ নজর দেওয়া হয়েছে। লালবাজার সূত্রে জানা গেছে, কোনো ধরনের নিয়ম ভঙ্গের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে পুলিশ।
দোলের উৎসবকে ঘিরে কলকাতা পুলিশের এই সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে। উৎসবের আমেজে যাতে কোনো অশান্তির ছায়া না পড়ে, তা নিশ্চিত করতে পুলিশের এই তৎপরতা প্রশংসনীয় বলে মনে করছেন শহরবাসী।