
দোলযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলেছেন। বিজেপির অভিযোগ, দোলযাত্রার দিন শুক্রবার পড়ায় মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির কথা মাথায় রেখে সকাল ১০টার মধ্যে রং খেলা শেষ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
এই সিদ্ধান্তের মধ্যে রয়েছে শান্তিনিকেতন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দোল উৎসব ঐতিহ্যবাহীভাবে পালিত হয়। বিজেপির মতে, পশ্চিমবঙ্গে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। সুকান্ত মজুমদার বলেছেন, “পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে তোষণের রাজনীতি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট ব্যাঙ্ক ধরে রাখার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন। এতে বাংলার হিন্দুদের ধর্মীয় অধিকার ক্ষুণ্ন হচ্ছে।”
সুকান্তবাবু আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো। কিন্তু সমস্যাটা হল, দুধ তিনি খাচ্ছেন, আর লাথি খেতে হচ্ছে বাংলার হিন্দুদের।”
পশ্চিমবঙ্গের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে সুকান্ত মজুমদার আহ্বান জানান, “আমি বাংলার হিন্দুদের বলব, আপনারা সাড়ম্বরে দোলযাত্রা পালন করুন। যদি পুলিশ কোথাও বাধা দেয়, আমরা সবাই একসঙ্গে প্রতিবাদ করব।”
রাজ্যের পুলিশ প্রশাসন অবশ্য বলছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিরোধী দল বিজেপি এটিকে ধর্মীয় পক্ষপাতিত্ব হিসেবে দেখছে।