দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ এবার রাজ্যের ঘরে ঘরে, কীভাবে মিলবে এই মহাপ্রসাদ?

আসন্ন রথযাত্রা (২৭ জুন, ২০২৫) উপলক্ষে রাজ্যের প্রতিটি ঘরে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত এপ্রিল মাসে দিঘার এই মন্দিরের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই কথা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে গতকাল, ৯ জুন, রাজ্যজুড়ে ৩০০ কেজি মহাপ্রসাদ জেলায় জেলায় পাঠানো হয়েছে।

জানা গেছে, জেলাশাসকদের তত্ত্বাবধানে এই মহাপ্রসাদ বিডিওদের কাছে পৌঁছবে। এরপর ব্লকের স্থানীয় মিষ্টির দোকানগুলিতে এই প্রসাদ সরবরাহ করা হবে, যা দিয়ে গজা ও পেঁড়া তৈরি করে রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

সোমবার দিঘার মন্দিরে ৩০০ কেজি প্রসাদ তৈরি করা হয়েছে এবং প্রতিটি বাক্সে ১০ কেজি করে ‘খোওয়া’ অর্থাৎ প্রসাদ ভরে তা জেলায় জেলায় পাঠানো হয়েছে। এই ‘খোওয়া’ দিয়েই সুস্বাদু গজা ও পেঁড়া তৈরি করা হবে। আগামী ১৭ জুন থেকে এই প্রসাদ বিতরণ শুরু হবে বলে জানানো হয়েছে।

ইতিমধ্যেই প্রসাদ বিতরণের জন্য আকর্ষণীয় প্যাকেট বানানোর কাজ শুরু হয়ে গেছে, যার ওপর দিঘার মন্দিরের ছবি থাকছে। খাদ্য দফতরের জনপ্রিয় প্রকল্প ‘দুয়ারে রেশন’-এর মাধ্যমেই এই মহাপ্রসাদ বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে, যা এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2025 News - WordPress Theme by WPEnjoy