
প্রবীণ অভিনেতা মনোজ কুমারের প্রয়াণে অবশেষে মুখ খুললেন বলিউড বাদশা শাহরুখ খান। গতকাল (৪ এপ্রিল) মনোজ কুমারের প্রয়াণের খবর ছড়িয়ে পড়ার পর বহু তারকা শোক প্রকাশ করলেও, শাহরুখের নীরবতা নিয়ে সমালোচনা শুরু হয়েছিল। অবশেষে শনিবার সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা দিলেন কিং খান।
শাহরুখ খান তাঁর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লেখেন, ‘মনোজ কুমার জি এমন সব সিনেমা তৈরি করেছেন, যা আমাদের দেশকে, ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে। এবং ভীষণ আন্তরিকতার সাথে সিনেমার মাধ্যমে একতার বার্তা দিয়েছেন। সব কিছু মিলিয়েই তিনি একজন প্রকৃত কিংবদন্তি। তার সিনেমাগুলো বলিউডে এক নতুন অধ্যায় তৈরি করেছিল। সেই প্রভাব আজও বহাল তবিয়তে রয়েছে। অসংখ্য ধন্যবাদ স্যর। আপনি চিরকাল আমাদের কাছে “ভারত” হয়েই থাকবেন।’
মনোজ কুমারের মৃত্যুর পর পরিচালক ফারহা খান ভাই সজিদ খানকে নিয়ে তাঁর বাসভবনে ছুটে গেলেও, ‘আইপিএল’র মরসুম এবং ‘কিং’ সিনেমার শুটিংয়ের ব্যস্ততার কারণে শাহরুখকে সেখানে দেখা যায়নি। তবে শাহরুখের এই শোকবার্তার পর সোশ্যাল মিডিয়ায় ফের পুরনো একটি আইনি লড়াই নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বলিউডে নিজস্ব স্টাইল ও ট্রেন্ড তৈরি করা মনোজ কুমার একবার শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। সেই আইনি লড়াইয়ে নির্মাতা ফারহা খানের নামও জড়িয়েছিল। ঘটনাটি ছিল ২০০৭ সালের। ফারহা খান পরিচালিত ‘ওম শান্তি ওম’ সিনেমায় একটি দৃশ্যে শাহরুখ খানকে মনোজ কুমারের বিখ্যাত স্টাইলে (মুখে হাত চাপা দিয়ে) একটি সিনেমার প্রিমিয়ারে প্রবেশ করতে দেখা যায়। প্রবীণ অভিনেতা এই দৃশ্যটিকে ব্যঙ্গ হিসেবে ধরে নেন এবং ফারহা খানকে সেটি বাদ দেওয়ার অনুরোধ করেন। ভারতে মুক্তি পাওয়া সিনেমা থেকে দৃশ্যটি বাদ দেওয়া হলেও, ২০১৩ সালে জাপানে সিনেমাটি মুক্তি পেলে সেই বিতর্কিত দৃশ্যটি অক্ষত রাখা হয়।
এই ঘটনায় ক্ষুব্ধ মনোজ কুমার শাহরুখ খান এবং প্রযোজনা সংস্থা এরোজ ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা দায়ের করেন। মনোজ কুমারের আইনজীবী জানিয়েছিলেন, ছয় বছর আগে ক্ষমা চেয়েও একই ভুলের পুনরাবৃত্তি করায় অভিনেতা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর, শাহরুখ বা ফারহার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না পাওয়ায় শেষ পর্যন্ত মনোজ কুমার সেই মামলা প্রত্যাহার করে নেন।
মনোজ কুমারের প্রয়াণে শাহরুখের শোকবার্তা একদিকে যেমন প্রবীণ অভিনেতার প্রতি সম্মান জানিয়েছে, তেমনই পুরনো সেই আইনি সংঘাতের স্মৃতিও উস্কে দিয়েছে। তবে বর্তমানে দুই তারকার মধ্যে সেই তিক্ততা আর নেই বলেই মনে করেন অনেকে।