ড্রাগস ইন্সপেক্টরের ঘরভর্তি ঘুষের টাকা, গুনতে নাজেহাল কর্মকর্তারা

তোশকের নিচে, দেওয়ালের তাকে সবখানে শুধু টাকা আর টাকা! ঘরভর্তি ছড়িয়ে-ছিটিয়ে আছে ১০০ থেকে ২০০০ টাকার নোট। বিহার রাজ্যে ড্রাগস ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চালিয়ে হতবাক ভিজিল্যান্স কর্মকর্তারা। শুধু নোট গুনতেই তাদের সময় লাগলো কয়েক ঘণ্টা।

তবুও কী পরিমাণ অর্থ ওই কর্মকর্তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে তার নির্দিষ্ট হিসাব দিতে পারেননি তারা। শনিবার এ ঘটনাটি ঘটে বিহারের পাটনায়।

জানা গেছে, হিসাববহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে পাটনার ড্রাগস ইন্সপেক্টর জিতেন্দ্র কুমারের বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই ইন্সপেক্টরের বাড়ি থেকে এত নগদ অর্থ পেয়ে হতবাক সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নগদ অর্থ ছাড়াও বিপুল পরিমাণ গয়না উদ্ধার হয়েছে ওই মাদকবিষয়ক কর্মকর্তার বাড়ি থেকে। যার বেশির ভাগ রুপার। দুটো বিলাসবহুল গাড়িও জব্দ করা হয়েছে তার। গ্রেফতার হয়েছেন ওই ইন্সপেক্টর।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy