
সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) মামলায় সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী রায়ে রাজ্য সরকারকে ২৫ শতাংশ ডিএ প্রদানের স্পষ্ট নির্দেশ দিয়েছে। ডিএ আন্দোলনকারীদের দীর্ঘদিনের লড়াই এবং সরকারি কর্মীদের জয় হিসেবেই এই রায়কে দেখছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার এই প্রসঙ্গে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে তিনি মামলা লড়ার বিপুল খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন।
সুপ্রিম কোর্টের রায় প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “সুপ্রিম কোর্টে ডিএ আন্দোলনকারীদের জয় ছিনিয়ে আনা হয়েছে।” তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন মামলা মোকদ্দমা করেছে। ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চের জোরালো আন্দোলনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “জোরাল যে আন্দোলন করছে ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সেখান থেকে রাজনৈতিক স্বার্থে অনেকে বেরিয়ে গিয়েছেন, সেটা চাপে পড়েও হোক, কিংবা অন্য কারণে। সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।”
রাজ্য সরকারের আইনি খরচ নিয়েও সরব হন শুভেন্দু। তাঁর কথায়, এই লড়াই সুপ্রিম কোর্টে চলেছে এবং রাজ্য সরকার তারিখের পর তারিখ ফেলিয়েছে কারণ তারা জানত এই মামলায় তাদের হার নিশ্চিত এবং এসএলপি খারিজ হবে। তিনি অভিযোগ করেন, “তারা কোটি কোটি টাকা খরচ করেছে। এই টাকা থাকলে ১০টি হাসপাতাল তৈরি করা যেত। ২০০টি স্কুল তৈরি করা যেত। ২০০ কোটি টাকার বেশি খরচ করেছে।”
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট প্রথমে রাজ্যকে ৫০ শতাংশ বকেয়া ডিএ প্রদানের নির্দেশ দিলেও, রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান যে এতে সরকারের উপর বাড়তি আর্থিক চাপ তৈরি হবে। এর প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট অন্তত ২৫ শতাংশ ডিএ দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ দেয়। এই প্রসঙ্গে রাজ্যের আর্থিক দুরবস্থার সমালোচনা করে শুভেন্দু বলেন, “আদালত ৫০ শতাংশ ডিএ দেওয়ার কথা বলেছিল। রাজ্য সরকার আদালতে হাত পা ধরেছে। বিচারপতি দয়া করেছেন। তাই ২৫ শতাংশ দিবে হবে রাজ্যকে।”