
বলিউডের অ্যাকশন হিরো হৃতিক রোশন। অভিনয় ও অ্যাকশনের পাশাপাশি নাচেও পারদর্শী হৃতিক। তবে অভিনয় জগতে পা রাখার আগে চিকিৎসক হৃতিককে পরামর্শ দিয়েছিলেন, শারীরিক অবস্থার কারণে তিনি অ্যাকশন ফিল্ম বা নাচ করতে পারবেন না। তবে চিকিৎসকের নিষেধ শোনেননি অভিনেতা।
হৃতিক রোশন এবং সাইফ আলী খান অভিনীত আসন্ন গ্যাংস্টার ড্রামা ‘বিক্রম বেদা’। শনিবার জমকালো আয়োজনে মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘অ্যালকোহলিয়া’। হৃতিক নিজের নাচের প্রতিভাকে আরও একবার মেলে ধরেছেন নতুন এই গানে। গান প্রকাশের ইভেন্টে এসে হৃতিক জানিয়েছেন তার কঠোর পরিশ্রমের কথা।
স্বাস্থ্য সম্পর্কে চিকিৎসকদের সতর্কতা বাণীর কথা মনে করে হৃতিক জানিয়েছেন, ‘কাহো না পেয়ার হ্যায়-এর আগে চিকিৎসকরা বলেছিলেন, অ্যাকশন ফিল্ম এবং নাচের জন্য আমার শারীরিক অবস্থা ফিট নয়। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং এই ধরনের সিনেমা করার জন্য স্বাস্থ্যের প্রতি অনেক যত্ন নিয়েছি। ক্যারিয়ারের ২৫টি ছবির নাচ ও অ্যাকশন আমার কাছে পরাবাস্তবের মতো। ২১ বছর বয়সের আমি এবং আজকের নিজেকে নিয়ে অনেক গর্ব বোধ করি।’
৩০ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সাইফ আলী খান ও হৃতিক রোশান অভিনীত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘বিক্রম বেদা’। তামিল ভাষায় নির্মিত ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেক এটি। ‘বিক্রম বেদা’ সিনেমাটির প্রযোজনা করছেন নিরাজ পান্ডে এবং পরিচালনায় রয়েছেন পরিচালক জুটি পুস্কার-গায়ত্রী। তামিল সিনেমাটিও তারা পরিচালনা করেছিলেন। সাইফ-হৃতিক ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রাধিকা আপ্তে এবং রোহিত শরফ।
সিনেমাটিতে সাইফ অভিনয় করছেন একজন পুলিশ অফিসারের চরিত্রে। অন্যদিকে হৃতিক একজন গ্যাংস্টারের চরিত্রে। ইতোমধ্যেই তাদের লুক দর্শকের মাঝে বেশ সাড়া ফেলেছে।