ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার ব্যাপক পতন, আশঙ্কা বাড়াচ্ছে অর্থনীতি নিয়ে

ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার ব্যাপক দরপতন হয়েছে। দরপতনে গত বৃহস্পতিবার সর্বকালের রেকর্ড গড়েছে ভারতীয় টাকা। এদিন ডলারপিছু দাম দাঁড়ায় ৭৭ টাকা ৭২ পয়সা।

বৃহস্পতিবার ডলারের বিপরীতে টাকার বিনিময় হার দাঁড়ায় ৭৭ টাকা ৭২ পয়সা। এর আগের দিন গত বুধবার মুদ্রামান ১০ পয়সা কমে ৭৭ টাকা ৬২ পয়সায় নেমেছিল। ভারতে মুদ্রাস্ফীতি ও আর্থিক মন্দার প্রভাবে টাকার দাম কমছে।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর থেকে টাকার দাম পড়তে থাকে। আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে বৃহস্পতিবার শুরুতে ডলারপিছু টাকার দাম ছিল ৭৭ টাকা ৭২ পয়সা। একপর্যায়ে দাম আরও কমে ডলারপিছু দাঁড়ায় ৭৭ টাকা ৭৬ পয়সা। পরে তা হয় ৭৭ টাকা ৭৩ পয়সা।

টাকার দরপতনের প্রভাব পড়েছে ভারতে পুঁজিবাজারে। বোম্বে স্টক এক্সচেঞ্জে সেনসেক্স ১ হাজার ৪১৬ দশমিক ৩০ পয়েন্ট বা ২ দশমিক ৬১ শতাংশ কমে ৫২ হাজার ৭৯২ দশমিক ২৩-তে শেষ হয়েছে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে নিফটি ৪৩০ দশমিক ৯০ পয়েন্ট বা ২ দশমিক ৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮০৯ দশমিক ৪০।

এদিকে, দরপতন অব্যহত আছে পাকিস্তানের মুদ্রাও। পাকিস্তানে এক ডলার কিনতে ব্যয় করতে হচ্ছে ২০০ টাকা। মুদ্রার এত বড় দরপতন এর আগে কখনও দেখেনি দেশটি। গত বৃহস্পতিবার আন্তঃব্যাংক লেনদেনে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি টাকার মান ২০০ ছাড়িয়েছে।

খবর জিও নিউজ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy