“টাকা তুলতে গিয়ে ক্যামেরাবন্দি সিভিক”-ধরা পড়তেই হাউমাউ করে কান্না, কড়া পদক্ষেপ পুলিশের

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যাতায়াতকারী গাড়ি থেকে অবৈধভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে এক সিভিক ভলান্টিয়ার ও কর্তব্যরত এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। এক মহিলা সমাজকর্মী এই অভিযোগ তুলেছেন এবং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে (যার সত্যতা TechInformetix যাচাই করেনি)। ভিডিওটিতে দেখা যাচ্ছে, অভিযোগ তুলে ওই মহিলা সিভিক এবং পুলিশ আধিকারিককে তীব্র ভর্ৎসনা করছেন। অন্যদিকে, অভিযুক্ত সিভিককে হাতজোড় করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে এবং পুলিশ আধিকারিকও মুখ লুকানোর চেষ্টা করছেন। এই ভিডিও সামনে আসার পরই নড়েচড়ে বসেছে জেলা পুলিশ কর্তৃপক্ষ। ব্যারাকপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর জানিয়েছেন, অভিযুক্ত সিভিক এবং পুলিশ আধিকারিককে ‘ক্লোজ’ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর নীরঞ্জন সেন নগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে সিভিক ভলান্টিয়ারের টাকা নেওয়ার ভিডিও রেকর্ড করেন ওই মহিলা সমাজকর্মী। এর পর গাড়ি থেকে নেমে তিনি বরানগর থানার ওই সিভিক ভলান্টিয়ার এবং সঙ্গে থাকা পুলিশ আধিকারিককে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন।

ভিডিওতে দেখা যায়, সিভিক ভলান্টিয়ারকে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে, আর পুলিশ আধিকারিক লজ্জায় মুখ লুকানোর চেষ্টা করছেন। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যার ফলস্বরূপ পুলিশের উচ্চপদস্থ কর্তারা দ্রুত পদক্ষেপ নেন। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার এবং পুলিশ আধিকারিককে ‘ক্লোজ’ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

এই ঘটনার প্রেক্ষিতে ব্যারাকপুর সিটি পুলিশের তরফে একটি সচেতনতামূলক পোস্টও শেয়ার করা হয়েছে। সেখানে সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে, যাতে কোনোভাবেই তারা নিজের হাতে আইন তুলে না নেন। যে কোনো সমস্যা বা অপ্রীতিকর এবং অনৈতিক ঘটনার জন্য 9874447929 নম্বরে অভিযোগ জানানো যাবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। এই ঘটনা পুলিশের স্বচ্ছতা এবং সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, তবে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy