নিজেদের তৈরি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ডিআরডিও) তত্ত্বাবধানে গতকাল মঙ্গলবার হয়েছে উৎক্ষেপণ।
বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ডিআরডিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই উৎক্ষেপণের চিত্র পোস্টও করা হয়েছে। বলা হয়েছে, ভূমিতে অবস্থিত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটি ভূমি কিংবা জাহাজ থেকে ছোড়া যাবে। তবে পরীক্ষা হওয়া এ ক্ষেপণাস্ত্র এবং সেটির রেঞ্জ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি ডিআরডিও।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে বলেছেন, “এটি সম্পূর্ণ ভারতের নিজস্ব উদ্যোগে এবং নিজেদের প্রযুক্তিকে তৈরি ক্ষেপণাস্ত্র। এই সফল পরীক্ষা ভবিষ্যতে আরও দেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির পথ উন্মুক্ত করে দিলো।”
সাধারণত দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ ১ হাজার কিলোমিটার বা তার চেয়ে বেশি হয়। এর আগে ‘নির্ভয়’ এবং ‘ব্রহ্ম’ নামের দু’টি দূর পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল ভারত। দু’টোরই রেঞ্জ ছিল ১ হাজার কিলোমিটার।
Maiden flight-test of Long Range Land Attack Cruise Missile (LRLACM) was conducted today from the Integrated Test Range (ITR), Chandipur off the coast of Odisha. During the test, all sub-systems performed as per expectation and met the primary mission objectives pic.twitter.com/JnJAA4Fy7n
— DRDO (@DRDO_India) November 12, 2024
তার আগে ২০২৪ সালের জানুয়ারিতে অগ্নি ৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছিল ভারত। এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
সূত্র : আরটি