
রিল বানানোর নেশায় এবার দিল্লি মেট্রো স্টেশনে অশ্লীল নাচের অভিযোগ উঠল দুই তরুণীর বিরুদ্ধে। ভোজপুরি গানের তালে তাঁদের অশ্লীল ভঙ্গিতে নাচের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে আপলোড হতেই নজরে আসে দিল্লি পুলিশের। জানা গিয়েছে, দুই তরুণীর মধ্যে একজনের ইনস্টাগ্রামে ১৪ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। অপর তরুণীরও ফলোয়ারের সংখ্যা প্রচুর। তাঁরা দুজনেই বিভিন্ন জনবহুল স্থানে নাচের রিল তৈরি করেন বলে অভিযোগ। লাল কেল্লা, ইন্ডিয়া গেটের মতো ঐতিহাসিক স্থানেও তাঁরা একই ধরনের ভিডিয়ো শুট করেছেন।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি) ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। কারণ, দিল্লি মেট্রোয় ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ, তা সত্ত্বেও কীভাবে এই ধরনের ভিডিয়ো শুট করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
कौन रोकेगा इन्हें ।होली के दिन तो मेट्रो बंद करेगे लेकिन इन जैसो को सब माफ है pic.twitter.com/Vpc1Aez8Qx
— H̤🅰️ⱤVÉÈ (@Entidoto) March 12, 2025
নেটিজেনদের একাংশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলছেন, “মেট্রোর মতো পাবলিক প্ল্যাটফর্মে এই ধরনের কার্যকলাপ সামাজিক শালীনতার পরিপন্থী।” অন্যদিকে, কেউ কেউ বলছেন, “সোশ্যাল মিডিয়ার ভিউ পাওয়ার লোভে এই ধরনের কাজ ক্রমশ বাড়ছে।”
ডিএমআরসি-র তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে মেট্রোর নজরদারি আরও কঠোর করা হবে।