মুম্বাইয়ের প্রমোদতরীতে পার্টি করার সময় মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। ছেলের এমন বিপদে তার পাশে থাকতে নিজেদের গুটিয়ে নিয়ে ছিলেন শাহরুখ খান ও গৌরী খান। প্রায় এক বছর এ ঝড়ের মধ্যে দিয়ে কেটেছে তাদের। ছেলেকে মুক্ত করেই ক্ষান্ত হয়েছেন তারা।
এতকিছুর মধ্যেও এ ব্যাপার নিয়ে মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ পত্নীকে। ধীরে ধীরে যেন ছন্দে ফিরছে জীবন। সম্প্রতি এ ব্যাপার নিয়ে মুখ খুললেন গৌরী।
আবারও শুরু হয়েছে ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন। আর সেখানেই করণ জোহারের অতিথি হয়ে মঞ্চে এসেছিলেন খান পত্নী। করণ-গৌরীর বন্ধুত্বের কথা সবারই জানা। এমনকি বিপদের সময়ও পাশে ছিলেন করণ। শুধু গৌরি নয়, শাহরুখ খানও করণের খুব ঘনিষ্ঠ।
আর এ শো-তেই গৌরী তার ছেলে আরিয়ানের মাদককাণ্ডে জড়িত হবার ঘটনা, জেল এবং সেই সময়ের ভয়ানক পরিস্থিতির বিষয়ে মুখ খোলেন। তবে কি বলেছেন সেটা এখনো বিস্তারিত জানা যায়নি। তার বলা সব কথা জানার জন্য অপেক্ষা করতে হবে এই অ্যাপিসোড সম্প্রচার হওয়ার জন্য।