ছুটি নিয়ে বিবাদ, নিউটাউনে রাস্তায় ছুরি হাতে আতঙ্ক ছড়ালেন কারিগরি ভবনের কর্মী

নিউটাউনের একটি ব্যস্ত সড়কে এক ব্যক্তি ছুরি হাতে রাস্তায় ঘুরে বেড়ানোর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টাক মাথা, স্ফীত চেহারা এবং রক্তমাখা ছুরি হাতে এই ব্যক্তি কিছুতেই থামছেন না। অভিযোগ, ছুটি নিয়ে সহকর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে এই কর্মী পুলিশের উপর আক্রমণ চালিয়েছেন।

পুলিশের তরফ থেকে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি কারিগরি ভবনের কর্মী এবং তার মানসিক অবস্থা খারাপ। জানা যাচ্ছে, ছুটি নিয়ে বিবাদের কারণে তিনি তিন সহকর্মীকে আঘাত করেছেন, এরপর নিরাপত্তারক্ষীদের উপরও ছুরি দিয়ে আক্রমণ করেন। এরপর রক্তমাখা ছুরি নিয়ে প্রকাশ্যে রাস্তায় বেরিয়ে যান তিনি।

এই ঘটনায় দ্রুত খবর ছড়িয়ে পড়লে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করেন, তবে অভিযুক্ত ব্যক্তির প্রতিক্রিয়া ছিল অত্যন্ত রূঢ়। এক সাংবাদিক জানান, “আমরা তাকে শান্ত করার চেষ্টা করি, তবে তিনি পাল্টা বলে ওঠেন, ‘কাছে আসবেন না একদম…’” এরপরই তিনি আরো বলেন, “ওরা বলেছিল, তোর কোন বাবা…।”

এদিকে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দ্রুত অভিযান শুরু করেছে, তবে অভিযুক্ত ব্যক্তি এখনো রাস্তার এক প্রান্তে দাঁড়িয়ে আছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির মানসিক সমস্যাও থাকতে পারে, যা তার আচরণের পেছনে কারণ হিসেবে কাজ করছে।

মনোবিদ অনন্যা ভট্টাচার্য মন্তব্য করেছেন, “আজকাল মানুষের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে। তারা এখন কিছুই মেনে নিতে প্রস্তুত নয়। এই মানসিকতার পরিবর্তনই এমন সহিংস ঘটনা বাড়াচ্ছে।”

এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy