চেনা স্ত্রী-ই ধরা দিলেন একেবারে অচেনা হয়ে, ‘খোলামেলা’ আনুষকায় আপ্লুত বিরাট

জন্মদিন কারান জোহরের। উপহার পেলেন বিরাট কোহলী! এত দিনের চেনা স্ত্রী-ই ধরা দিলেন একেবারে অচেনা হয়ে! মুগ্ধ চোখে অপলক দেখলেন প্রাক্তন ভারত-অধিনায়ক!

কারানের জন্মদিনের পার্টিতে তারার মেলা। সেখানেই গিয়েছিলেন অনুষকা। ‘পরি’র সাজে বড়সড় চমক। কালো বডিকন গাউন। নেকলাইনের নীচে ‘সাহসী’ কাটাছেঁড়া। সেখান থেকেই বক্ষভাঁজে উপচে পড়া যৌবন। কোমর ছোঁয়া স্লিটের ফাঁক দিয়েও খোলামেলা পেলব শরীরের উঁকিঝুঁকি। দেখেশুনে বিরাটেরই বুঝি ‘কুছ কুছ হোতা হ্যায়’!

নিজের এমন ‘অচেনা’ ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ‘চাকদহ এক্সপ্রেস’। স্ত্রীকে এমন নতুন সাজে দেখে আবেগ-উচ্ছ্বাসে ভেসেছেন বিরাটও। মন্তব্যও করেছেন- ‘ওয়াও!’ সঙ্গে বিস্ময়, প্রেম-হৃদয়ের একাধিক ইমোজি। বিরাট-ঘরনিকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন একাধিক তারকাও।

বুধবার ছিল কারানের পঞ্চাশতম জন্মদিন। সন্ধে থেকেই সাজে-গ্ল্যামারে তারকা-সমাবেশ। ছিলেন বলিউডের অজস্র তারকা। সেই ভিড়েই সব আলো টেনে নিয়েছেন অনুষকা। তাঁর চোখধাঁধানো খোলামেলা অবতারে!

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy