রাজ্যের জুভেনাইল জাস্টিস বোর্ডে প্রাথী নিয়োগ করার বিজ্ঞপ্তি বের হয়েছে। উক্ত পদের জন্য আবেদন করতে পারবে সকল ভারতীয় নাগরিক তথা বাংলার সকল যুবক যুবতী।
পদের নাম: Geoup D ,লোয়ার ডিভিশন ক্লার্ক, কাউন্সিলর
মোট শূন্যপদ: ৪ টি শূন্য পদে মহিলা ও পুরুষকে নিয়োগ করা হবে। SC /ST /OBC দেড় জন্য রয়েছে আসন সংরক্ষনের বিশেষ সুবিধা।
যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। কম্পিটারে অফিসিয়াল কাজ করার ধারণা থাকতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারী ২০২২ তারিখের হিসেবে ২১ থেকে ৪০ বছর।
সরকারি নিয়ম অনুযায়ী SC ST ও OBC দেড় জন্য রয়েছে নির্দিষ্ট ছাড়।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রাথীরা অফলাইনে আবেদন করতে পারবেন। আগামী ২৭ শে জুন থেকে ১৫ জুলাই ২০২২ বিকেল ৪ টা পর্যন্ত ।
বেতন: উক্ত পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১২,৫০০-১৩৫০০ টাকা।
আরও বিশদে জানতে লগইন করুন –
https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2022/06/2022062599.pdf