
রায়গঞ্জ শহরের দেবীনগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনার খবর পাওয়া গিয়েছে। দেবীনগর মহারাজা জগদীশনাথ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণধন দাস লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে সপরিবারে পলাতক। গত ছয় মাস ধরে পাওনাদাররা তাঁর কোনও খোঁজ পাচ্ছেন না, যার ফলে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণধন দাস বিভিন্ন অজুহাত দেখিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, তিনি তা ফেরত দেননি। পরিস্থিতি এতটাই গুরুতর হয় যে পাওনাদাররা তাঁর বাড়িতে গিয়ে দেখেন, সেখানে তালা ঝুলছে।
একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কৃষ্ণধন দাসের কোনও খোঁজ না পেয়ে অবশেষে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করেন পাওনাদারদের একাংশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযুক্ত শিক্ষক সপরিবারে পালিয়ে গিয়েছেন এবং বাড়িটি দীর্ঘদিন ধরে বন্ধ। বাড়ির চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছে এবং সেখানে সাপ, পোকামাকড়ের উপদ্রব দেখা দিয়েছে।
রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের কাছ থেকেও তিনি বিপুল পরিমাণ টাকা হাতিয়েছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, কৃষ্ণধন দাস গোপনে বাড়ি বিক্রি করে অন্যত্র চলে গিয়েছেন। রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ সরকারও এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বাড়িতে গিয়ে তালা ঝুলতে দেখে ফিরে আসে। পুলিশ জানিয়েছে, কৃষ্ণধন দাসের খোঁজ চলছে এবং তাঁকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা এবং পাওনাদাররা ক্ষোভে ফুঁসছেন এবং অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন।