২০১২ সালে টালিউডে মুক্তি পাওয়া ছবি ‘হেমলক সোসাইটি’-র সিক্যুয়েল বানাতে চলেছেন বাংলার পরিচালক সৃজিত মুখার্জী। অনেক দিন আগেই জানিয়েছিলেন, নতুন এ ছবিতে নায়ক পরমব্রত চ্যাটার্জির বিপরীতে একজন নায়িকা খুঁজছেন পরিচালক। কিন্তু পাওয়া যাচ্ছিল না কোনো নায়িকা; অবশেষে সেই নায়িকার খোঁজ মিলল।
বিভিন্ন সূত্র জানিয়েছিল, চুম্বনদৃশ্যে আপত্তি থাকার কারণেই নাকি মনের মতো নায়িকা খুঁজে পাচ্ছিলেন না সৃজিত মুখার্জী। এবার নতুন খবর, নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখার্জীকে।
এর আগে ‘হেমলক সোসাইটি’-তে পরমব্রত চ্যাটার্জির সঙ্গে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। তবে বর্তমানে তিনি সদ্যোজাত মেয়েকে নিয়ে ব্যস্ত। এবার এই ছবির সিক্যুয়েলে কোয়েলকে পাওয়া যাচ্ছে না। তাই কৌশানীকে প্রস্তাব দিতেই নাকি চূড়ান্তভাবে কথাও পাকা হয় বলে ইঙ্গিত দিয়েছেন পরিচালক।
‘হেমলক সোসাইটি’-র সিক্যুয়েলের নাম ‘কিলবিল সোসাইটি’ হতে চলেছে বলেও জানা গেছে। খুব শীঘ্রই ছবির কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জী।
উল্লেখ্য, পরমব্রতকে নিয়েই একযুগ পরে ফিরতে চলেছেন সৃজিত। সৃজিতের অন্যতম সফল এই ডার্ক কমেডির গানগুলোও মানুষের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনও মানুষের মুখে-মুখে শোনা যায় অনুপম রায়ের গাওয়া ‘এখন অনেক রাত’ কিংবা রূপঙ্কর বাগচী এবং লোপামুদ্রা মিত্র-র ‘আমার মতে’ বা রূপম ইসলামের ‘ফিরিয়ে দেওয়ার গান’। পরিচালক সেই জনপ্রিয় ছবির প্রধান চরিত্রের কাহিনি এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন।