গীতাপাঠ ও ফুটবল বিতর্কে, সরগরম রাজ্য রাজনীতিতে

স্বামী বিবেকানন্দের একটি উক্তিকে কেন্দ্র করে বাংলার রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিবেকানন্দ বলেছিলেন, “গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে।” এই উক্তিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস বিজেপিকে আক্রমণ করেছে। তারা বলছে, বিজেপি হিন্দুত্বের নামে বাংলার সংস্কৃতিকে আক্রমণ করছে।

তৃণমূলের অভিযোগ, বিজেপি গীতাপাঠকে বাংলার সংস্কৃতির প্রতীক হিসেবে তুলে ধরছে। কিন্তু বিবেকানন্দ নিজেই ফুটবলকে বাংলার সংস্কৃতির অংশ বলেছেন। তাই বিজেপির হিন্দুত্ববাদী প্রচারকে তৃণমূল বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে আক্রমণ হিসেবে দেখছে।

অন্যদিকে, বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, বিবেকানন্দের উক্তিকে তৃণমূল বিকৃত করে প্রচার করছে। বিজেপির দাবি, বিবেকানন্দ ফুটবল খেলার গুরুত্বের কথা বলেছেন।

এই বিতর্কের মধ্যেই তৃণমূল কংগ্রেস যুব তৃণমূলের উদ্যোগে রাজ্যজুড়ে ফুটবল খেলার প্রতিযোগিতা শুরু করেছে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য হল, বাংলার সংস্কৃতি ও বাঙালিত্বের প্রতি তরুণদের জাগরণ ঘটানো।

এই বিতর্কের রাজনৈতিক প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপিকে পরাজিত করেছিল। কিন্তু বিজেপি এই নির্বাচনে বাংলার সংস্কৃতির বিষয়টিকে সামনে রেখে লড়াই করেছিল। এখন এই বিতর্কের মাধ্যমে বিজেপি আবারও বাংলার সংস্কৃতির বিষয়টিকে সামনে আনতে চাইছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই বিতর্কের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy