ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে বিমান বিধ্বস্ত, ১৫টি বাড়িতে আগুন, দাউ দাউ করে জ্বলছে গাড়ি

ফের ভেঙে পড়ল একটি বিমান (Plane Crash)। এবার আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে (San Diego) বৃহস্পতিবার ভোর ৩:৫০ নাগাদ হঠাৎ করে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের আকার ছোট হলেও, সেটি ভেঙে পড়তেই ওই অঞ্চলের পরপর ১৫টি বাড়িতে আগুন লেগে যায়। বাড়িগুলোতে আগুন লাগার পর সেগুলো দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এরপর সেই আগুন রাস্তায় দাঁড় করানো একের পর এক গাড়িতে ছড়িয়ে পড়ে। ফলে বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে খবর।

বিমান ভেঙে পড়ার পর যখন দাউ দাউ করে ঘরবাড়ি জ্বলতে শুরু করে, সেই দৃশ্য দেখে স্থানীয়রা প্রাণ হাতে নিয়ে পালাতে শুরু করেন। উদ্ধারকারী দল এবং পুলিশও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হয়। বিমান বিধ্বস্ত হয়ে যেভাবে আগুন লেগেছে, তার জেরে ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy