কেন অভিনয় থেকে বিরতি ঘোষণা করেছিলেন বিক্রান্ত? উত্তর জানালেন অভিনেতা

সম্প্রতি সিনেমা থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে এ ঘোষণা দিয়েছিলেন। এরপর তা দেখে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা অবাক হয়েছিলেন।

যা নিয়ে সর্বত্র শুরু হয় আলোচনা। তবে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা? এবার নিজেই এক অনুষ্ঠানে তার এই সিদ্ধান্তের পিছনের কারণ ব্যাখ্যা করেছেন। তিনি জানিয়েছেন, এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত জীবনকে কিছুটা অগ্রাধিকার দেওয়ার জন্য এমনটা করেছিলেন।

বিক্রান্ত বলেন, ‘আমি যে ধরনের জীবনের স্বপ্ন দেখেছিলাম, অবশেষে তা পেয়েছি। তাই আমার মনে হয়েছে এটাই বেঁচে থাকার সঠিক সময়। আমি একটু বিরতি নিতে চাই। কারণ, দিনের শেষে সবকিছুই ক্ষণস্থায়ী।’

অভিনেতার ভাষ্য, ‘যে কারণে আগামী বছর আমি একটি মাত্র ছবিতে কাজ করছি। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কিছু কাজের পোস্ট করতাম। ভেবেছিলাম দর্শকদের বিষয়টা জানিয়ে রাখব। সেটাই করেছিলাম।’

বিক্রান্তের কথায়, ছেলের জন্মের পর অনেকটা সময় স্ত্রী ও সন্তানের সঙ্গে তারা সেভাবে সময় কাটাতে পারেননি। সেই কারণেই ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছিলেন যে, ‘একজন অভিনেতা, ছেলে, বাবা এবং একজন স্বামী হিসেবে, আমার কিছু সুন্দর মুহূর্ত কাটানোর সময় এসেছে। আর পেশাগতভাবে ভেবেছিলাম, অভিনেতা হিসেবে এই দেশে এর চেয়ে বেশি আর কী-ই বা করতে পারতাম? আমি শুধু একজন শিল্পী হিসেবে নিজেকে আরও ভালোভাবে তৈরি করতে চাই।’

সিনেমা থেকে বিরতি ঘোষণার পরে, শানায়া কাপুরের সঙ্গে বিক্রান্তকে তার আসন্ন সিনেমা ‘আখো কি গুস্তাখিয়ান’ শুটিংয়ের জন্য দেরাদুনে দেখা গেছে। ছবিটির পরিচালনার দায়িত্বে সন্তোষ সিং। অভিনয় থেকে বিদায় নেওয়ার ঘোষণা করে বিক্রান্ত তার পোস্টে লিখেছিলেন, ‘আগামী ২০২৫ সালে আমাদের শেষবার দেখা হবে।’

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy