কেকে-র মৃত্যুতে শোক প্রকাশ করলেন মোদি, জানালেন মনের কথা

বলিউড গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকাল মৃত্যুতে শোকস্তব্ধ লাখ লাখ মানুষ। শোক বার্তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটারে মোদি শোক বার্তায় লিখেছেন, জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে কেকে-র অকাল মৃত্যুর খবরে মর্মাহত হয়েছি। সব প্রজন্মের শ্রোতাদের আবেগ-অনুভূতি ছুঁয়ে যেত তাঁর গান।

তিনি আরো লিখেছেন, শিল্পীর গানেই তাঁকে চিরকাল মনে রাখব আমরা। তাঁর পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।

কলকাতায় একটি কলেজের অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন কেকে। অনুষ্ঠান শেষে শহরের একটি হোটেলে যাওয়ার পরে অসুস্থ বোধ করেন তিনি।

তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয় ৫৪ বছরের নেপথ্যগায়ককে। সুরের শহরেই শেষ গান গেয়ে চিরতরে হারিয়ে গেলেন গানের মানুষ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy